রামুতে আইন ও বিচার বিষয়ক দুদিনের প্রশিক্ষন শুরু

ramu pic ipsa 25.11.15
রামু প্রতিনিধি :
রামুতে আইন ও বিচার বিষয়ক দুদিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস ফর একসেস টু জাষ্টিস প্রজেক্ট-এর আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসা এ প্রশিক্ষণের আয়োজন করেছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল দশটায় রামু উপজেলা পরিষদস্থ বিআরডিবি মিলনায়তনে প্রশিক্ষণ উদ্বোধন করা হয়।

কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস ফর একসেস টু জাষ্টিস প্রজেক্ট রামু উপজেলা ব্যবস্থাপক রায়হান উদ্দিন আহমেদ ভূইয়ার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অতিথি ছিলেন, রামু উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন।

এতে প্রশিক্ষক ছিলেন, লিগ্যাল এইড কক্সবাজার এর প্যানেল আইনজীবী মোহাম্মদ জাফর আলম ও প্রোগ্রাম অফিসার (প্রশিক্ষণ) ফারজানা ফেরদৌস। সার্বিক সহযোগিতায় ছিলেন, ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আবদুর রশিদ।

প্রশিক্ষণে বর্তমান ও সাবেক ইউপি সদস্য, সদস্যা, শিক্ষক, ইমাম, কাজীসহ বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ অংশ নিচ্ছেন। প্রশিক্ষণার্থীরা সকলেই আইন সহায়তা জোটের (কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস) সদস্য। প্রশিক্ষণের প্রথমদিনে পারিবারিক আইন, মুসলিম বিবাহ আইন নিয়ে আলোচনা করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন