রামগড় ৪৩ বিজিবির ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা :

ধর্মীয় ভাবগাম্ভির্য্যের মধ্য দিয়ে খাগড়াছড়ির রামগড়ে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রামগড় বিজিবির চিত্তবিনোদন কক্ষে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুইমারা বিজিবি’র সেক্টর কমান্ডার কর্ণেল জাবেদ সুলতান, বিজিবিএমএস।

ইফতার পুর্ব আলোচনা সভায় রমজান থেকে শিক্ষা নিয়ে পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকলকে আন্তরিক হওয়ার আহবান জানিয়ে গুইমারা বিজিবি’র সেক্টর কমান্ডার কর্ণেল জাবেদ সুলতান, বিজিবিএমএস বলেন, পাহাড়কে নিয়ে শুরু হওয়া ষড়যন্ত্র ক্রমেই ডালপালা মেলছে।ঐক্যবদ্ধভাবে আর শান্তিপুর্ণ উপায়ে সব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।পাহাড়ের সাম্প্রদায়িক-সম্প্রীতি রক্ষায় তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের ভুমিকা রাখার আহবান জানান।

ইফতার মাহফিলে বর্ডার গার্ড হাসপাতালের অধিনায়ক লে. কর্নেল মো. আব্দুল ওহাব, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্ণেল মো. গোলাম ফজলে রাব্বি, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল কাজী শামশের উদ্দিন পিএসসি, পলাশপুর জোন অধিনায়ক লে. কর্ণেল মো. খালিদ আহমেদ পিএসসি, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম ভুইয়া ফরহাদ, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি.এম মশিউর রহমান, রামগড় পৌরসভার মেয়র কাজী মো. শাহজাহান রিপনসহ রামগড় উপজেলা প্রশাসনের বিভাগীয় প্রধান, নির্বাচিত জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ প্রমূখ উপস্থিত ছিলেন।

এর আগে ইফতার মাহফিলের প্রধান অতিথি গুইমারা বিজিবি’র সেক্টর কমান্ডার কর্ণেল জাবেদ সুলতান, বিজিবিএমএস-সহ আমন্ত্রিত অতিথিগণকে স্বাগত জানান ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল এম জাহিদুর রশীদ।

পরে দেশ-জাতির কল্যাণ ও পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় দোয়া পরিচালনা করেন ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন জামে মসজিদের পেশ ইমাম।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন