Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

রামগড়ে শহীদ ক্যাপ্টেন কাদের বিদ্যা নিকেতনের ১০ পরীক্ষার্থীর ৮জনই জিপিএ-৫

রামগড় প্রতিনিধি

প্রাথমিক সমাপনি পরীক্ষায় খাগড়াছড়ির রামগড়ে শহীদ ক্যাপ্টেন কাদের বিদ্যা নিকেতনের  ১০ পরীক্ষার্থীর মধ্যে ৮জনই জিপিএ-৫  পেয়েছে।  ‘এ’  গ্রেড প্রাপ্ত দুই পরীক্ষার্থীর পক্ষ থেকে পরীক্ষার খাতা পূনঃমূল্যায়নের আবেদন করার উদ্যোগ নেয়া হয়েছে। বিদ্যালয়টির  অভাবনীয় এ সাফল্যে পুরো উপজেলায় আলোড়ন সৃষ্টি করেছে।

জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র ছাত্রীরা হচ্ছে, রুকাইয়া সুলতানা সায়মা, জান্নাতুল নুসরাত, নিগার সুলতানা মীম, তানজীম শাহরীয়ার ফাহিম, মো. ফারহান ফুয়াদ, মো. আবু ফাহাদ মহিব, জোবায়ের হোসেন সজিব  ও  মো. ফখরুল ইসলাম আরমান। ‘এ’ গ্রেড প্রাপ্ত দুজন হচ্ছে বুশরা আফরোজ শাওন (৪.৮৩) ও  মো. আসিফুল ইসলাম মাহিম(৪.৮৩)। বিদ্যালয়ের অধ্যক্ষ ফেরদৌস আরা বেগম জানান, ‘এ’ গ্রেড প্রাপ্ত দুই পরীক্ষার্থীও জিপিএ -৫ পাওয়ার কথা। তাদের পরীক্ষার খাতা পুনঃ নিরীক্ষনের আবেদন করা হবে। এদিকে, রবিবার বিদ্যালয়ে নার্সারি থেকে ৪র্থ শ্রেণির বার্ষিক পরীক্ষার  ফলাফল প্রকাশ ও মা সমাবেশ অনুষ্ঠিত  হয়।

স্কুলের অধ্যক্ষ  ফেরদৌস  আরা বেগমের সভাপতিত্বে মা সমাবেশে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মংপ্রু চৌধুরি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তব্য দেন পরিচালনা পরিষদের সহ-সভাপতি সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু, অভিভাবক সদস্য মো. মোস্তফা হোসেন, অভিভাবকের মধ্যে মরিয়ম আক্তার, শারমিন আক্তার, নাজনীনা আশরাফী, নাজিম উদ্দিন প্রমুখ।
উপাধ্যক্ষ আনিসুর রহমান অনুষ্ঠান  পরিচালনা  করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন