রামগড়ে  বিজিবি জোন পরিচালিত সেলাই কারিগরি ও কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ

2016-11-14-15

রামগড় প্রতিনিধি:

রামগড়  ৪৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ও  রামগড়  জোন কমান্ডার  লে. কর্ণেল এম. জাহিদুর রশীদ পিএসসি বলেছেন, গুইমারা রিজিয়নের উদ্যোগে  রামগড় সহ বিভিন্ন  জোনে পরিচালিত সেলাই,  কারিগরি ও কম্পিউটার  প্রশিক্ষণ  কেন্দ্রগুলো  পার্বত্য এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়নে অনেক অবদান রাখছে। এসব প্রশিক্ষণ  কেন্দ্র থেকে প্রশিক্ষণ  নিয়ে  এলাকার অসংখ্য  বেকার যুবক ও যুব মহিলা আজ  আত্মনির্ভরশীল হয়ে দেশের অর্থনৈতিক  উন্নয়নে সংযুক্ত  হচ্ছেন।

সোমবার রামগড়  জোন সদরে অনুষ্ঠিত  সেলাই, কারিগরি ও কম্পিউটার  প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র  বিতরণ  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  জোন কমান্ডার  এ কথা বলেন। তিনি আরও  বলেন, রামগড়  জোনের পরিচালিত  সেলাই ও কারিগরি  প্রশিক্ষণ  কেন্দ্র  এবং কম্পিউটার ক্লাবকে আরও যুগপোযুগী করে উন্নয়ন  করা হবে।

পরে তিনি কম্পিউটার ক্লাব হতে প্রশিক্ষণ  গ্রহণকারী  ৩০ জন এবং সেলাই  ও কারিগরি  প্রশিক্ষণ  কেন্দ্র হতে  প্রশিক্ষিত ৫০ জন বেকার যুবক ও যুব মহিলার মাঝে সনদপত্র  বিতরণ  করেন। এ সময়  অনুষ্ঠানে  ৪৩ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক  মো: মোস্তফা উপস্থিত  ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন