রামগড়ে  দুর্গোৎসবে  টাস্কফোর্স   চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা

20161010_141505-2-copy

রামগড় প্রতিনিধি:
ভারত প্রত্যাগত উপজাতীয়    শরণার্থী  ও অভ্যন্তরীণ  উদ্বাস্তু পূণর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান  সাবেক এমপি যতীন্দ্র  লাল ত্রিপুরা  বলেছেন, দুর্গাপূজা  সনাতন ধমাবলম্বীদের হলেও দুর্গোৎসব সকলের। এটা বাঙালির উৎসব। তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।  সম্প্রীতির এ  ঐতিহ্য আমাদের  অক্ষুণ্ণ  রাখতে হবে।

সোমবার রামগড়ে  দক্ষিণেশ্বরী কালীবাড়িতে  পূজামণ্ডপ  পরিদর্শনে এসে তিনি একথা বলেন। তিনি আরও  বলেন, রামগড়সহ খাগড়াছড়ি জেলার প্রতিটি উপজেলায় দুর্গোৎসবে  হিন্দু, মুসলিম,  বৌদ্ধ, খৃস্টান, ত্রিপুরা, মারমা, চাকমা সকল ধর্মের, সকল সম্প্রদায়ের মানুষের  অংশগ্রহণে সম্প্রীতির মেলবন্ধন  রচিত  হয়েছে। সম্প্রীতির  এ বন্ধন  কোন অবস্থায়  নষ্ট হতে দেয়া যাবে না।

রামগড়ে পূজামণ্ডপ  পরিদর্শনকালে তার সাথে অন্যান্যের মধ্যে  উপস্থিত  ছিলেন  খাগড়াছড়ি  জেলা আওয়ামী লীগের সাধারণ  সম্পাদক  ও খাগড়াছড়ি  জেলা পরিষদের সদস্য  আলহাজ্ব জাহিদুল আলম, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক  এসএম শফি,  রামগড়  পৌরসভার  মেয়র মো: শাহ জাহান কাজী রিপন, খাগড়াছড়ি  জেলা মুক্তিযোদ্ধা  কমান্ডার  মো: রইচ উদ্দিন, রামগড়  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাইন   উদ্দিন,    রামগড়  পৌর আওয়ামী লীগের সভাপতি  আইয়ুব  আলী,  রামগড়  পৌরসভার   কাউন্সিলর  বিষ্ণু দত্ত, আনোয়ারা বেগম, বিবি আয়েশা, রামগড়  বাজার পরিচালনা কমিটির সভাপতি  আবুল হাশেম খা, স্থানীয়  কার্বারী  আনন্দ মোহন ত্রিপুরা, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান  কমান্ডের সভাপতি  খাজা নাজিম  উদ্দিন, সেচ্ছাসেবক লীগের রামগড় উপজেলা  সভাপতি  রাসেল ফরায়েজী, উপজেলা  ছাত্রলীগের সদস্য সচিব  আনোয়ার জাহিদ  ছোটন প্রমূখ ।

এর আগে কালী বাড়ি  পরিচালনা কমিটির উপদেষ্টা  রামেশর শীল, সভাপতি  তাপস ত্রিপুরা, সাধারণ  সম্পাদক  সজীব সিংহ  বিশু টাস্কফোর্স চেয়ারম্যানসহ অতিথিদের  অভ্যর্থনা  জানান।
এদিকে  পুজামণ্ডপ  পরিদর্শন শেষে  টাস্ক ফোর্সের চেয়ারম্যান  ও সাবেক এমপি যতীন্দ্র  লাল ত্রিপুরা  এবং খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ  সম্পাদক  আলহাজ্ব  জাহিদুল আলমসহ  অন্যান্য নেত্রীবৃন্দ  রামগড় পৌরসভায়   মধ্যাহ্ন ভোজে অংশ নেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন