রাতারাতি ভেঙ্গে ফেলা হলো কাপ্তাই বিএফডিসির নতুন চেক পোস্ট

10884684_792707717466414_1151550150_n

কাপ্তাই প্রতিনিধি :

রাতারাতি ভেঙ্গে ফেলা হলো কাপ্তাই বড়ইছড়ি সদর এলাকায় ৫শতাংশ জমির উপর স্থাপিত নুতন চেক পোস্ট। শনিবার পুলিশসহ প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে কাপ্তাই লেকের মৎস্য উৎপাদন বৃদ্ধি সংরক্ষণ ও ব্যবস্থাপনা জোরদারের জন্য এ চেকপোষ্টটি স্থাপন করা হয়।

লিখিত অভিযোগ পাওয়া যায় যে, ঐ রাতেই রাঙ্গামাটি বাস মালিক সমিতির কতিপয় ১৫/২০ জনের একটি দল সরকারী বিএফডিসির চেক পোস্টটির তাঁরকাটা বেড়া, সিমেন্টের খুটি ভেঙ্গে ফেলে এবং তা রাতারাতি নিয়ে যায়। বিএফডিসির লোকজনকে বিভিন্ন প্রকার প্রাণ নাশের হুমকি দেয় বলে রোববার এ ব্যাপারে বিএফডিসির স্টাফ প্রদীপ বিকাশ চাকমা কাপ্তাই থানায় একটি সাধারণ ডায়রি করেন।

উল্লেখ্য, বড়ইছড়ি-রাঙ্গামাটি বাস মালিক সমিতির সভাপতি/সম্পাদকের সাথে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে সংযোগ পাওয়া যায়নি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন