রাজস্থলীতে সন্ত্রাসীদের হামলায় ৪জন আহত

 

রাজস্থলী প্রতিনিধি:

জেলার রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৪নং পাথরবন পাড়া এলাকার চারজন দিন মজুরকে অর্তকিতভাবে হামলা চালিয়ে গুরুত্বর আহত কওে সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার (২২মার্চ) সকাল ১০ ঘটিকার সময় নাজমুল, খাইরুল, মহরআলী ও নজরুল নামে ৪ জন দিন মজুর প্রতিদিনের ন্যায় পার্শ্ববর্তী পাহাড়ে কাজ করতে গেলে সন্ত্রসীরা তাদেরকে অতর্কিত ভাবে কিল, ঘুসি ও এলোপাথারী পিঠাতে থাকলে তারা গুরুত্বর আহত হয়।
স্থানীয়রা খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পরিস্থিতি উত্তেজনা হওয়াতে রাজস্থলী চন্দ্রঘোনা সড়কে প্রায় ৬ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মুশফিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা ও বাঙ্গালহালিয়া ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার তমজিদ, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই, ৩নং বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান ঞোমং মারমাসহ উত্তেজিত জনসাধারনকে ঘটনা নিষ্পত্তির আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করেন।

এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরবর্তীতে আর কোন এ ধরনের ঘটনা ঘটবে না। আহতদের পরিবার জানায় রোগী সুস্থ হলে মামলা করা হবে। উল্লেখ্য যে, পার্বত্য এলাকায় খেটে খাওয়া দিন মজুরীর উপর প্রতিনিয়ত হামলা চালিয়ে যাচ্ছে সন্ত্রাসীরা।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন