রাজস্থলীতে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

20160626_113945 copy

রাজস্থলী প্রতিনিধি:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যেগ ব্রান্ডিং বিষয়ক প্রচার কার্যক্রমের আওতায় ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ার প্রত্যয়ে নারী সমাজকে সম্পৃক্ত করতে রাজস্থলী উপজেলার নারী সমাজকে সাথে নিয়ে কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে রাজস্থলী উপজেলা শিল্প কলা একাডেমিতে রোববার অনুষ্ঠিত মহিলা সমাবেশে সভাপতিত্ব করেন, রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার লীজা খাজা। প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান উথিনসিন মারমা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা ও মহিলা ভাইস চেয়ারম্যান ক্রয়সুইউ মারমা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কাপ্তাই তথ্য কর্মকর্তা মো. হারুন। আরো বক্তব্য রাখেন রাজস্থলী থানা সেকেন্ড অফিসার কাজী আলাউদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা কনিকা চাকমা, সাংবাদিক আজগর আলী খান, সংরক্ষিত আসনের মহিলা সদস্যা গৌতমী খিয়াং প্রমূখ। সভাপতি ও প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ আজ উন্নতি ও অগ্রগতির শীর্ষ স্থানে অবস্থান করছে। এ জন্য মহিলা সমাজকে সচেতন করতে হবে। কেন না পুরুষের পাশাপাশি নারীদের সচেতন করতে না পারলে দেশের যথাযথ উন্নতি ও অগ্রগতি হবে না। শেখ হাসিনার অন্যতম স্বপ্ন ছিল, বাংলাদেশকে একটি ডিজিটাল দেশ হিসেবে গড়ে তোলা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন