রাজধানীতে বনানীর একদিন পর গুলশানে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী

নিউজ ডেস্ক:

রাজধানীতে বনানীর এফআর (ফারুক-রূপায়ন) টাওয়ারে অগ্নিকাণ্ডের একদিন পরই গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। পাশাপাশি সেনাবাহিনীও যোগ দিয়েছে আগুন নিয়ন্ত্রণে আনতে।

শনিবার (৩০ মার্চ) ভোর পৌনে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

তবে প্রাথমিকভাবে জানা গেছে, কাঁচাবাজার থেকে আগুন গুলশান শপিং কমপ্লেক্সে ছড়িয়ে পড়েছে।

ঘটনাস্থলে এসে পৌঁছেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আতিকুল ইসলাম।

ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের বরাত দিয়ে ডিএনসিসি মেয়র সাংবাদিকদের বলেন, আগে আগুন নিয়ন্ত্রণে আনা আমাদের প্রথম কাজ। আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনা হয়েছে। মার্কেটের নিচের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ওপরের কয়েকটি কসমেটিক দোকানে আগুন রয়েছে। কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন লাগার পর পরই ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। পরে আরও ৯টি ইউনিট যোগ দেয়। এরপর আগুন নেভানোর কাজে যোগ দেয় সেনাবাহিনী।

আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

ওই মার্কেটের এক ব্যবসায়ী জানান, ২০১৭ সালের ২ জানুয়ারি একই মার্কেটে আগুন লেগে তার সর্বস্ব পুড়ে যায়। এবারও আগুনে তার চারটি ক্রোকারিজের দোকান পুড়ে গেছে।

প্রসঙ্গত, গত বছর ২ জানুয়ারি রাত ২টার দিকে রাজধানীর গুলশান ১ নম্বরে ডিএনসিসি মার্কেটে আগুন লাগে।

এর ১৫ মিনিটের মধ্যে মার্কেটটি ধসে পড়ে। ১৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে মার্কেটের প্রায় ৬শ’ দোকান ক্ষতিগ্রস্ত হয়।

উল্লেখ্য, এর আগে রাজধানীর বনানীর এফআর (ফারুক-রূপায়ন) টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় স্তম্ভিত ও হতবাক দেশবাসী। চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের মাত্র ৫ সপ্তাহ পর ঢাকার অভিজাত এলাকায় বহুতল এ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জন।

এর মধ্যে ২৪ জনের লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত ৭৩ জনের মধ্যে ৩২ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বাকি ৪১ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

নিহতদের মধ্যে ১২ জনকে ঢাকায় এবং বাকি ১২ জনকে ঢাকার বাইরে নিজ নিজ এলাকায় দাফন করা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী, রাজধানীর বনানীর একদিন পর গুলশানে আগুন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন