রাঙ্গাপানিছড়ার হতদরিদ্রের মাঝে সাব জোনের চিকিৎসা সেবা

নিজস্ব প্রতিবেদক, পানছড়ি:

পানছড়ি উপজেলার গহীন অরণ্যে বসবাসকারী হতদরিদ্রদের মাঝে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার (২৪ জুলাই) সকাল ৮টা থেকে উপজেলার রাঙ্গাপানিছড়ায় দুই শতাধিক রোগীকে চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ঔষধও প্রদান করা হয়।

২২ বীর খাগড়াছড়ি জোনের আয়োজনে এই চিকিৎসা সেবা ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিল পানছড়ি সাব জোন। এ সময় উপস্থিত ছিলেন সাব জোন কমান্ডার মেজর সোহেল আলম।

চিকিৎসা সেবা নিতে আসা বয়োবৃদ্ধ মিনুকা চাকমা, চন্দ্র হরি চাকমা, অনিল প্রভা চাকমা জানায়, খুব যত্নের সহিত চিকিৎসা সেবা পেয়েছি। তাদের আন্তরিকতা এলাকার সবাইকে মুগ্ধ করেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment
আরও পড়ুন