রাঙামাটি স্বেচ্ছাবেসক লীগের সাওয়াল সভাপতি, শাহজাহান সাধারণ সম্পাদক

Rangamati pic-27-02-17
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি :
সম্পন্ন হয়েছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রাঙামাটি জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন। এতে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে মো. সাওয়াল উদ্দিন সভাপতি ও মো. শাহজাহান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সোমবার রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনিস্টিটিউট মিলনায়তনে রাঙামাটি স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য দীপংকর তালুকদার।

সম্মেলনে উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট মোল্লা আবু কাওছার। প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পঙ্কজ নাথ এমপি। রাঙামাটি স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. জাকির হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ সোহেল রানা, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজি মুছা মাতাব্বর, জেলা পরিষদ সদস্য বৃষ কেতু চাকমা, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক হাজি কামাল উদ্দিন। সভা পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক স্মৃতি বিকাশ ত্রিপুরা।

আলোচনা সভা শেষে সম্মেলণের দ্বিতীয় পর্বে রাঙামাটি সার্কিট হাউজে অনুষ্ঠিত হয় কাউন্সিল। এতে ১০ উপজেলা, দুই পৌর কমিটি ও জেলা আহবায়ক কমিটির ৮৫জন কাউন্সিলর প্রত্যক্ষ ভোটে সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। সম্মেলনে সভাপতি পদে জামিল হোসেন, অলিভ চাকমা ইতিময় ও মো. সাওয়াল উদ্দীন প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ৪৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন মো. সাওয়াল উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অলিভ চাকমা ইতিময় ৩২ ভোট পান। সাধারণ সম্পাদক পদে মো. শাহজাহান ও মৌমিত বড়ুয়া প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে মো. শাহজাহান ৫১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মৌমিত বড়ুয়া পেয়েছেন ৩৫ ভোট।

উল্লেখ্য প্রায় ১৯ বছর পর রাঙামাটি স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হলো।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন