রাঙামাটির বরকল থানায় স্পীড বোট হস্তান্তর

police speedbooth pic-1

স্টাফ রিপোর্টার : 

রাঙামাটি জেলার প্রত্যন্ত ও দূর্গম উপজেলা বরকল মডেল থানায় দীর্ঘ ৯০বছর পরে একটি স্পীড বোটর হস্তান্তর করা হয়েছে। রবিবার রাঙামাটির পুলিশ সুপারের কার্যালয়ের উদ্যোগে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে স্পীড বোটের চাবি বরকল থানার কর্মকর্তা মোঃ আব্দুল করিমের হাতে তুলে দেন।

এ সময় রাঙামাটির পুলিশ সুপার আমেনা বেগমসহ জেলার পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুর রহমান বলেন, এ স্পীড বোটের সাহায্যে হ্রদের বিভিন্ন এলাকায় আইন শৃঃখলা পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখার লক্ষে পুলিশ টহল জোরদার করা হবে।

রাঙামাটির বরকল উপজেলা থানার কর্মকর্তা মোঃ আব্দুল করিম বলেন, ১৯২৩ সালের স্থাপিত এ থানায় দ্রুত যান বোটের কোন ব্যবস্থা ছিলনা। এ স্পীড বোটের মাধ্যমে এ থানার অনেক কর্মকাণ্ড পরিচালনা করতে সহজ হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন