রাঙামাটিতে বিএনপি’র বিদ্রোহী প্রার্থী রবি’র উপর হামলা

robi

নিজস্ব প্রতিনিধি:

রাঙামাটি পৌরসভা নির্বাচনে বিএনপি’র বিদ্রোহী প্রার্থী ও বহিস্কৃত জেলা শ্রমিক দলের সহ-সভাপতি রবিউল আলম রবি’র উপর একদল দুষ্কৃতকারী অতর্কিত হামলা চালিয়েছে।

সোমবার রাত দশটায় শহরের আসামবস্তীর নারকেল ফার্ম এলাকায় প্রচারণা শেষে ফেরার পথে আনুমানিক ১০-১২ অজ্ঞাত যুবক রবি’র গাড়ি বহরে হামলা করে। এসময় রবি আঘাতপ্রাপ্ত হয়।

দুস্কৃতকারীর হামলায় মেয়র প্রার্থী রবি বুকে ও পায়ে আঘাতপ্রাপ্ত হন। হামলার ব্যাপারে রবি পার্বত্যনিউকে জানান, আমি শেষ দিনে আসামবস্তির নারকেল ফার্ম এলাকায় প্রচারণা চালিয়ে আসার সময় রাতের অন্ধকারে একদল অজ্ঞাত যুবক নারকেল ফার্ম এলাকা থেকে পাথর ও ইট ছুঁড়তে থাকে। অতর্কিত হামলায় কয়েকটি ইট আমার বুক এবং পায়ে এসে লাগে।

এসময় আমার সাথে থাকা কর্মীরা ভয়ে দিশেহারা হয়ে উঠে। তাদের হামলায় আমার প্রচারণার গাড়ির গ্লাস ভেঙ্গে যায় এবং গাড়ির পিছনের কভার ফেটে যায়। এ ঘটানার পর আমি রাতে অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করেছি।

রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রশিদ পার্বত্যনিউজকে জানান, মেয়র প্রার্থী রবি গতকাল রাতে থানায় এসে অভিযোগ দায়ের করেছে। আমি সর্বাত্বক চেষ্টা চালাচ্ছি হামলাকারীদের বিরুদ্ধে যথাযথা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

রাঙামাটি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, পায়ে এবং বুকে আঘাতজনিত কারণে রাতের বেলায় হাসপাতালে আসেন রবিউল আলম রবি। পরে তার অবস্থা বিবেচনায় তাকে হাসপাতালে ভর্তি দেওয়া হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নির্বাচন, প্রার্থী, বিএনপি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন