রাঙামাটিতে সরকারি কর্মকর্তাদের অনলাইন প্রশিক্ষণ

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি:

রাঙামাটিতে সরকারি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক অনলাইন প্রশিক্ষণের আয়োজন করেছে জেলা প্রশাসন।

বুধবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি)একেএম মামুনুর রশীদ। এসময় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন আলম, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাসহ জেলার সকল সরকারি দপ্তরের তথ্য প্রদানকারী কর্মকর্তারা প্রশিক্ষণে অংশ নেন।

প্রশাসক মামুন বলেন, বর্তমানে তথ্য প্রযুক্তির উৎকর্ষের যুগে বসে থাকার সময় নেই। সবকিছু এখন ডিজিটাল। হাতের নাগালে মানুষ সবকিছু খুঁচ্ছে পাচ্ছে। সরকারি-বেরসকারি সকল কাজ এখন অনলাইনে করা হচ্ছে। তথ্য প্রযুক্তির উন্নয়নের এ যুগে পিছনে ফিরে থাকার কোন সুযোগ নেই।

ডিসি মামুন এসময় তথ্য অধিকার আইন-২০০৯ সম্পর্কে জানা এবং অনলাইনে কিভাবে কার্যক্রম পরিচালনা করা যায় সে বিষয়ে সরকারি কর্মকর্তাদের পরামর্শ প্রদান করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন