Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

রাঙামাটিতে শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছে বাঙালী ৫টি সংগঠন

pic (7) copy

নিজস্ব প্রতিনিধি:

পার্বত্য ভূমি বিরোধ নিস্পত্তি কমিশন সংশোধনী আইন বাতিলের দাবিতে এবং সংশোধিত ভূমি কমিশন আইন-২০১৬ গত ৮ই আগস্ট রাষ্ট্রপতির মাধ্যমে অধ্যাদেশ আকারে গেজেট প্রকাশ করার প্রতিবাদে আজ বৃহস্পতিবার আবার ও শান্তিপূর্ণভাবে হরতাল সকাল সন্ধ্যা হরতাল পালন করছে বাঙালী ৫টি সংগঠনের নেতা কর্মীরা। বৃহস্পতিবার সকাল থেকে দুরপাল্লার ও আভ্যন্তরীণ রুটেট সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। জেলার অভ্যন্তরীণ নৌ-পথের ৬ টি রুটে কোন নৌযান চলাচল করছে না। শহরের তবলছড়ি, রিজার্ভ বাজার, বনরূপা, কলেজ গেইট এলাকায় সকল দোকান পাট বন্ধ রয়েছে।

বাঙালী সংগঠনগুলোর নেতাকর্মীরা রাঙামাটি শহরের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে পিকেটিং করছে। তারা রাঙামাটি প্রবেশ মুখ মানিকছড়ি ও কলেজ গেইটে বেশ কয়েকটি গাড়ীকে আটকে দিয়েছে। চাকুরীজীবী মো. আবুল ফারা সাথে কথা বলে জানা গেছে, আমাদের একটু কষ্ট হলেও পার্বত্যবাসির র্স্বাথে আমরা
হরতালের সর্মথন করি।

পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের জেলা সভাপতি মো. ইব্রাহিম বলেন,আমরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছি। সরকার পার্বত্য ভূমি বিরোধ নিস্পত্তি কমিশন সংশোধনী আইন বাতিল এবং সংশোধিত ভূমি কমিশন আইন-২০১৬ গত ৮ই আগস্ট রাষ্ট্রপতির মাধ্যমে অধ্যাদেশ আকারে গেজেট প্রকাশ বাতিল না করে তাহলে আমাদের আন্দোলন অব্যাহত থাকে। আমরা যেভাবে পারি বির্তকিত ভূমি কমিশন আইন বাতিল করার জন্য কঠোর কর্মসূচির গ্রহণের পদক্ষেপ নিবো।

পুলিশ জানায়, এখনও পর্যন্ত এমন কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং হরতালের কারণে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় গুরুত্বপূর্ণ পয়েন্টেগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য গত ১ আগস্ট ঢাকায় পার্বত্য ভূমি বিরোধ নিস্পত্তি কমিশন আইন সংশোধনের বিষয়ে মন্ত্রী সভায় অনুমোদন দেয়ার পর পার্বত্য অঞ্চলের ৫টি বাঙালী সংগঠন বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয়। স্থানীয় ৫টি বাঙালী সংগঠন, পার্বত্য সমঅধিকার আন্দোলন, পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য গণ পরিষদ, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ ও পার্বত্য বাঙ্গালী ছাত্র ঐক্য পরিষদ এ হরতালের ডাক দেয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন