রাঙামাটিতে ভোট দিলেন হেভিওয়েট প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি:

রাঙামাটি আসনের দুই হেভিওয়েট প্রার্থী ভোট প্রদান করেছেন।

রোববার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শহরের রাণীদয়াময়ী উচ্চ বিদ্যালয়ে রাঙামাটি আসনের বর্তমান এমপি  সিংহ প্রতীক প্রার্থী  ঊষাতন তালুকদার এবং ১০টার দিকে পিডিপি রেস্ট হাউসে নৌকার প্রার্থী দীপংকর তালুকদার ভোট প্রদান করেছেন।

ঊষাতন তালুকদার বলেন,  সুষ্ঠু ভাবে নির্বাচন হলে আমার বিজয় সুনিশ্চিত।  কারণ, জনগণ আমাকে আগেও বিপুল ভোটে বিজয়ী  করেছে এবারও করবে।

এসময় অভিযোগ করে এমপি জানান, উপজেলার লংগদু, নানিয়ারচর, কাপ্তাইসহ বেশকিছু স্থানে আমার পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। এ বিষয়ে তিনি জেলা রিটানিং কর্মকর্তাকে অবগত করেছেন বলে জানান।

এদিকে আ’লীগের প্রার্থী দীপংকর তালুকদার বলেন, আমরা চেয়েছিলাম এ জেলায় শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হোক। কিছু স্থানে সাধারণ ভোটারদের হুমকি-ধামকি দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রত্যেক প্রার্থী যেমন যার জামানত বাজেয়াপ্ত হবে সে  বিজয়ী হওয়ার স্বপ্ন দেখে আবার  যে জয়ী হওয়ার সম্ভবনা আছে সেও জয়ী হওয়ার স্বপ্ন দেখে। সেরকম আমিও দেখি। তবে অন্যান্য প্রার্থীরাও তাদের স্ব-স্ব এলাকায় ভোট কেন্দ্রগুলোতে ভোট প্রদান করেছেন বলে জানা গেছে।

এদিকে শহরের প্রতিটি ভোট কেন্দ্র ঘুরে দেখো গেছে, শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি।  ভোটাররা রোববার সকাল ৮টা থেকে  লাইনে দাঁড়িয়ে  শান্তিপূর্ণ ভাবে ভোট প্রদান করছে।

রাঙামাটি পার্বত্য জেলায় একটি মাত্র আসন। আসন নং হলো ২৯৯। এ আসনে নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হয়েছেন এক পাহাড়ি নারীসহ ৬জন প্রার্থী।

আ’লীগ তথা মহাজোটের প্রার্থী ( নৌকা)  দীপংকর তালুকদার।  বিএনপি তথা ঐক্যফ্রন্টের প্রার্থী (ধান) মণি স্বপন দেওয়ান। এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির (জাপা) প্রার্থী (লাঙ্গল) অ্যাডভোকেট পারভেজ তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র প্রার্থী (হাতপাখা) জসীম উদ্দীন, বাংলাদেশ বিপ্লবী ওয়াকার্স পার্টি’র প্রার্থী ( কোদাল) জুঁই চাকমা এবং আর ২৯৯ নং আসনে একমাত্র স্বতন্ত্র প্রার্থী  তথা  জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) নেতৃত্বাধীন অনিবন্ধিত  আঞ্চলিক রাজনৈতিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) সমর্থিত প্রার্থী (সিংহ) বর্তমান সংসদ সদস্য ঊষাতন তালুকদার।

এবার রাঙামাটিতে মোট কেন্দ্রের সংখ্যা হলো- ২০৩টি। রাঙামাটির ১০টি উপজেলা এবং ২টি পৌরসভা মিলে  মোট ভোটার সংখ্যা ৪লাখ ১৮হাজার ২৪৮জন। এদের মধ্যে- পুরুষ ভোটার সংখ্যা হলো- ২লাখ ২০হাজার ৩৯৫ জন পুরুষ এবং ১লাখ ৯৭হাজার ৮৫৩ জন নারী।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান- শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে। আশাকরি শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ শেষ হবে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন সদা প্রস্তুত রয়েছেন বলে জানান পুলিশের এ কর্মকর্তা

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন