Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

রাঙামাটিতে দখলবাজের কবল থেকে মুক্তি পেতে সংবাদ সম্মেলন

press-pic-21-12
নিজস্ব প্রতিবেদক :

রাঙামাটিতে মামলাবাজের কবল থেকে মুক্তি পেতে সংবাদ সম্মেলন করেছে এক অসহায় পরিবার।
বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে রাঙামাটি জার্নালিস্ট এসোসিয়েশন কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগী পরিবারটির পক্ষ থেকে বিটু কান্তি দে জানান, ‘ভূমি দখলবাজ অন্তরা সেন ও তার পরিবার আইনের বিধি-নিষেধ অমান্য করে জোর পূর্বক আমাদের ক্রয়কৃত দখলীয় জায়গা জোর পূর্বক দখলের অপচেষ্টা চালাচ্ছে। জায়গাটিতে আমরা এখন বসবাস করতে পারছি না।’

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে অন্তরা সেন ও তার পরিবার আমাদের দখলীয় জায়গা অবৈধভাবে নিজেদের দখলে নিতে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কিন্তু এ জায়গা নিয়ে অন্তরা সেনের পরিবার আমাদের সাথে বিরোধে জড়িয়ে পড়ায় আমরা মহামান্য হাইকোর্টে মামলা করি।

বর্তমানে জায়গার মামলাটি বিচারাধীন ও ওই জায়গায় স্থগিত আদেশ থাকা সত্ত্বেও বহিরাগত লোকজন নিয়ে চলতি বছরের ১৫ ডিসেম্বর আইনের বিধি-নিষেধ-কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাতের আঁধারে দখলে নিয়ে ঘর নির্মাণের চেষ্টা চালালে আমরা স্থানীয় থানার সহযোগিতায় দখলদারী বন্ধ করি এবং এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়রী করি।

পরিবারটির অপর সদস্য বিটু দে জানান, এছাড়া চলতি বছরের ১৮ ডিসেম্বর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রে কার্যালয়ে এ ব্যাপারে ১৪৫ ধারায় একটি ফৌজধারী মামলা দায়ের করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে ওই জায়াগায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গত ২০ ডিসেম্বর কতোয়ালী থানা থেকে একটি সতর্কীকরণ নোটিশ জারী করা হয়। কিন্তু তাতেও নিবৃত্ত হচ্ছে না অন্তরা সেন ও তার পরিবার।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারটির সদস্য বিটু কান্তি দে ও করুন কান্তি দে উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন