Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

রাঙামাটিতে চার দিনব্যাপী ঐতিহ্যবাহী পাহাড়িদের প্রাণের উৎসব বৈসাবি শুরু

17888463_1248144938625787_1382629893_n copy

রাঙামাটি প্রতিনিধি:

রাঙামাটিতে চার দিনব্যাপী ঐতিহ্যবাহী পাহাড়িদের প্রাণের উৎসব বৈসাবি শুরু হয়েছে। রবিবার সকালে পৌর সভা মাঠ প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায়।

অনুষ্ঠানের পার্বত্য চট্টগ্রাম আদিবাসী ফোরামের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ২৯৯নং আসনের সংসদ সদস্য ঊষাতন তালুকদার এমপি। বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ড. মানিকলাল দেওয়ান।

এসময় বক্তারা বলেন, বিজু মানে নতুন জীবন প্রত্যাশা। বিজু মানে নব দিগন্তের চেতনা। বিজুর মাধ্যমে উপজাতিদের সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত হতে পারে।

বক্তারা আরও বলেন, ষড়যন্ত্রের মাধ্যমে উপজাতিদের বিজু নামটি পরর্বিতন করে বৈসাবি নামকরণ হচ্ছে। আমরা সরকারের বিরুদ্ধে নয়, রাষ্ট্রের বিরুদ্ধে নয়, এমনকি স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিপক্ষে নয়। আমরা নিজেদের অধিকারের জন্য সংগ্রাম করছি। বাংলাদেশ সরকার জঙ্গি দমনে যে অক্লান্ত ভাবে যুদ্ধ ও কৌশল অবলম্বন করে যাচ্ছে তা দেশবাসীর জন্য মঙ্গলময়।

এদিকে বিজু উৎসবকে কেন্দ্র করে রাঙামাটিতে চলছে বর্ণাঢ্য আয়োজন। বিজু উৎসব উপলক্ষে প্রতিবছর আয়োজন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা, বিভিন্ন সংস্কৃতি মেলা, বিভিন্ন উপজাতীয় খেলাধূলাসহ বিভিন্ন কর্মসূচি। বিজুর সঙ্গে একাত্ততা হয়ে আবহমান বাংলার নবর্বষবরণ উপলক্ষে বৈশাখীর বর্ণাঢ্য কর্মসূচি ঘিরে মেতে উঠেছে পাহাড়ি জনপদ উৎসবের আমেজ উৎসব।

উৎসবটি ঘিরে ঘরে ঘরে চলছে আয়োজনের ব্যাপক প্রস্তুতি। প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে বর্ষ বিদায় ও বর্ষ বরণ উপলক্ষে পালন করা হয় ঐতিহ্যবাহী এ উৎসবটি। প্রথমদিনে চাকমারা ফুলবিজু , মারমারা পাইছোয়াই, ত্রিপুরারা হারিবৈসুক এবং দ্বিতীয় দিনে অর্থ্যাৎ উৎসবের প্রধান দিনটিকে চাকমারা মূলবিজু, মারমারা সাংক্রাইং আক্যা আর ত্রিপুরারা বৈসুকমা এবং শেষ দিন বাংলা নবর্ষের প্রথমদিন চাকমা গোজ্যোপোজ্যা দিন, মারমারা সাংক্রাই আপ্যাইং ও ত্রিপুরারা বিসিকাতাল নামে আখ্যায়িত।

উদ্বোধনী অনুষ্ঠানের পরে রাঙামাটি পৌরসভা মাঠ প্রাঙ্গন থেকে বিজু র‌্যালি ও শোভাযাত্রা বের হয়ে রাঙামাটি শিল্পকলা একাডেমিতে এসে র‌্যালি ও শোভাযাত্রাটি শেষ  হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন