রাঙামাটিতে আওয়ামীলীগের জেলা কমিটির অনুমোদন

Rangamati Pic-25-10-14-01

স্টাফ রিপোর্টার:
বর্তমান সরকার কর্তৃক অনুমোদন পেয়েছে রাঙামাটি আওয়ামীলীগের জেলা কমিটি। পার্বত্যাঞ্চলের উন্নয়ন ও জেলা পর্যায়ে আওয়ামীলীগের ভীতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে প্রধানমন্ত্রী সম্প্রতি এই কমিটির অনুমোদন দেন। শুক্রবার রাঙামাটি জেলা পরিষদ সম্মেলন কক্ষে আওয়ামীলীগের অনুমোদিত কমিটির পরিচিতি সভায় রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার এসব কথা বলেন।

এ কমিটিতে রাঙামাটি জেলা আওয়ামীলীগ সভাপতি হিসেবে অনুমোদন পেয়েছে, দীপংকর তালুকদার ও সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর। তাছাড়া সংগঠটির ৭৩ সদস্য বিশিষ্ট রাঙামাটি জেলা কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা কমিটির সভাপতি দীপংকর তালুকদার, সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, উপদেষ্টা রুহুল আমিন, মহিলা বিষয়ক সম্পাদিকা জেএফ আনোয়ার চিনু প্রমুখ।

রাঙামাটি জেলা আওয়ামীলীগ জেলা কমিটির নেতৃবৃন্দরা হলেন, সভাপতি পদে দীপংকর তালুকদার, সহ-সভাপতি মাহবুবুর রহমান, চিংকিউ রোয়াজা, এ্যাডভোকেট পরিতোষ দত্ত, রুহুল আমিন, অনিল চন্দ্র তঞ্চঙ্গ্যা, হাজী মোঃ কামাল উদ্দিন, নিখিল কুমা চাকমা, অংচাপ্রু মারমা, আব্দুল্লাহ হেল ওয়ালী, সাধারণ সম্পাদক পদে হাজী মোঃ মুছা মাতব্বর, যুগ্ম সম্পাদক কে এম জসিম উদ্দিন বাবুল, সন্তোষ কুমার চাকমা, আব্দুল মতিন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ ইউসুফ, তথ্য ও গবেষণা সম্পাদক পদে রফিকুল মাওলা, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক পদে মোফাজ্জল হোসেন মোল্লা, দপ্তর সম্পাদক পদে রফিক আহম্মদ তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক পদে মোঃ হানিফ, প্রচার সম্পাদক মমতাজুল হক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে অভয় প্রকাশ চাকমা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে অরুন বিকাশ চাকমা, মহিলা বিষয়ক সম্পাদিকা পদে জেএফ আনোয়ার চিনু, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে চিত্তরঞ্জন দাশ, যুব ও ক্রীড়া সম্পাদক পদে মোঃ শাহ আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক পদে দীপক দেওয়ান, শিল্প ও বাণিজ্য সম্পাদক পদে আবুল কাশেম, শ্রম সম্পাদক পদে মোঃ হানিফ (চন্দ্রঘোনা), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে মোঃ ইসহাক, স্বাস্থ্য জনসংখ্যা বিষয়ক সম্পাদক পদে স্মৃতি বিকাশ ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক পদে জ্যোতির্ময় চাকমা কেরল, সাংগনিক সম্পাদক পদে মফিজুল হক (কাপ্তাই), সাংগঠনিক সম্পাদক পদে জমির উদ্দিন, উপ-দপ্তর সম্পাদক পদে জাকির হোসেন সেলিম, উপ-প্রচার সম্পাদক পদে অমর কুমার দে, কোষাধ্যক্ষ হাজী নজির আহম্মদ। তাছাড় অন্যান্য সদস্যরা হলেন, আব্দুল ওয়াদুদ, সাখাওয়াত হোসেন রুবেল, শামিমা রশিদ, আঃ করিম বালি, জাহিদ আক্তার, নুরুল আজম চৌধুরী, রফিক তালূকদার, আমির হোসেন, মেনং রাখাইন, এস,এম চৌধুরী, জাফর আলী খান, সুত্র চাকমা, আমজাদ হোসেন, চারু বিকাশ চাকমা, লুৎফর রহমান, শীলা রায়, জাকির হোসেন চৌধুরী, মোঃ সোলায়মান চৌধুরী, নিউ চিং মারমা, জয় সেন তঞ্চঙ্গ্যা, অমর কুমার তঞ্চঙ্গ্যা, মিন্টু মারমা, ইউসুফ আলী খান, আনোয়ার হোসেন বাচ্চু, আব্দুর রব ফরাজী, বাদল চন্দ্র দে, সন্তোষ কুমার খীসা, শফিকুল ইসলাম, বাবলা মিত্র, আনোয়ার মিয়া বানু, মং উ চিং (ময়না) সমরেশ দেওয়ান, ত্লোয়াং পাংখোয়া, প্রদীপ বড়ুয়া। জাতীয় কমিটির সদস্য মাহবুবর রহমান।

রাঙামাটি জেলা আওয়ামীলীগ কমিটির উপদেষ্ঠা মন্ডলীর সদস্যরা হলেন, ইসহাস সওদাগর, রুহুল আমিন, হাজী আলতাফ আলি সওদাগর, মীর মোহাম্মদ ইনুস, হাজী আহমদ মিয়া খলিফা, আহম্মেদ মিঞা, মোঃ শহিদুল ইসলাম, আবদুল হালিম, আবুল কাশে কন্ট্রাক্টর, উ থোয়াই মিন, করুনা মোহন চাকমা, আবু তাহের বীর, কালাচান চাকমা, বন বিহারী চাকমা, শাম্যমিত্র বড়ুয়া, যতীন্দ্র লাল তঞ্চঙ্গ্যা, দ্বিতীয় চন্দ্র চাকমা, কাশেম খাঁ, কনক বরণ চাকমা, আব্দুল কাদের, আবু বকর সিদ্দিকী, নব কুমার তঞ্চঙ্গ্যা, দীপক ভট্টাচার্য, রাখাল দাশ, যতীন চন্দ্র তঞ্চঙ্গ্যা, কর রতন কার্বারী, দীপক দেওয়ান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন