রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলছে ভ্রাম্যমান আদালতের অভিযান

DSC_0004 copy

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারে রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলছে ভ্রাম্যমান আদালতের অভিযান। রমজানের শুরু থেকে চলা এ অভিযান মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত শহরের বড়বাজারের কাঁচা বাজার, মাছ বাজার ও মাংসের দোকানসহ বিভিন্ন মার্কেটে এ অভিযান চলে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. সাইফুল ইসলাম মজুমদারের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়মা হাসান এ অভিযান চালায়।

অভিযানে মূল্য তালিকা টাঙ্গানো ছাড়াও বাজার মনিটরিং এর বিভিন্ন দিক খতিয়ে দেখেন। আর বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রচারনা চালায়।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে ছিলেন, মার্কেটিং অফিসার মো. শাহ জাহান আলী, জেলা তথ্য অফিসার নাসির উদ্দিন, ভোক্তাধিকার সংরক্ষণ আইনের সহকারী পরিচালক মো. সুলতান মাহমুদ মিলন, কক্সবাজার সদর থানায় এসআই নাজিমের নেতৃত্বে একদল পুলিশ ও আনসার ব্যাটালিয়ানের হাবিলদার আনোয়ারের নেতৃত্বে একদল আনসার সদস্য।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়মা হাসান জানান, রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন