রজতজয়ন্তী উপলক্ষে ২০ মে পিসিপি’র সমাবেশ ও পুনর্মিলনী

আসছে ২০ মে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) প্রতিষ্ঠার ২৫ বছর পূর্ণ হতে যাচ্ছে। প্রতিষ্ঠার রজত জয়ন্তীর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে পিসিপি এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক অপরাজেয় বাংলার পাদদেশে সকাল ১০টায় উদ্বোধনী সমাবেশ, র‌্যালি ও বিকেল ৩টায় কাকরাইলস্থ ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে পুনর্মিলনী-সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

অনুষ্ঠানে পিসিপি’র শহীদদের প্রতি বিশেষ সম্মান শ্রদ্ধার নিদর্শনস্বরূপ তাদের পরিবারবর্গের প্রতিনিধিদের নিকট ক্রেস্ট তুলে দেয়া হবে। এতে তিন পার্বত্য জেলা বান্দরবান-রাঙ্গামাটি-খাগড়াছড়ি ও ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা ছাড়াও পিসিপি’র প্রাক্তন নেতা-কর্মী, আন্দোলনের কারণে বিভিন্ন সময়ে কারাভোগকারী কর্মীগণ অংশগ্রহণ করবেন।

– প্রেসবিজ্ঞপ্তি

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন