যে কোন সময় ধসে পড়তে পারে গাউসপুর ব্রিজ : ভোগান্তির আশঙ্কা তিন ইউনিয়নবাসীর

Photo0299

নিজস্ব প্রতিনিধি :

রাঙ্গামাটির লংগদু উপজেলার গাউস পুর গ্রামে একটি ব্রিজের কারণে যে কোন সময় বন্ধ হয়ে যেতে পারে ৩টি ইউনিয়নের মধ্যে যোগাযোগ ব্যবস্থা। এতে তাৎক্ষণিক ভোগান্তিতে পড়বে ২০ থেকে ২৫ হাজার মানুষ।

লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের গাউসপুর ফরেস্ট অফিস এলাকায় অবস্তিত ব্রিজটি এতই  ঝুঁকিপূর্ণ যে তা যে কোন সময় ধসে পড়তে পারে। এ ব্রিজটি ধসে পড়লে  উপজেলার পূর্বপাড় নামে পরিচিত গুলশাখালী, বগাচতর, ভাসান্যাদম ইউনিয়নে বসবাসরত  ২০/২৫ হাজার মানুষের সড়ক  পথে যাতায়তের একমাত্র পথটি বিচ্ছিন্ন হয়ে যাবে।

শুধু তাই নয়, উপজেলা পূর্ব পাড়ে অবস্তিত রাজ নগর বিজিবি জোন এর কোন গাড়ি উপজেলা সদরের কাছাকাছি মাইনিমুখ বাজারের ঘাটেও আর আসতে পারবে না।এ ছাড়াও এলাকায় উৎপাদিত বিভিন্ন পণ্য সামগ্রী পরিবহনের কাজে ব্যবহৃত টমটম পারাপারের বিকল্প কোন পথও থাকবে না। সার্বিকভাবে ক্ষতিগ্রস্থ হবে কৃষক ও বিভিন্ন পণ্য উৎপাদনকারী।

উপজেলা এলজিইডি থেকে প্রতি বছর ব্রিজটি মেরামতের জন্য সামান্য টাকা বরাদ্দ দেয়া হলেও তা কোন কাজে আসছে না। ব্রিজের খুঁটিগুলো মেরামতের জন্য অর্থ বরাদ্দ দেয়া হয়, অথচ খুঁটিগুলোর নীচে কোন মাটি নেই। এক দিকে মাটি নেই অন্য দিকে প্রচণ্ড স্রোতে তা আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।এ ছাড়াও  ব্রিজটি পুরাতন হওয়ায় তার দুই পাশের রেলিংও ভেঙ্গে প্রায় শেষ হয়েছে।

এমতাবস্থায় বড় কোন দুর্ঘটনা ঘটার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ  সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে  এলাকাবাসী অপেক্ষায় প্রহর গুনছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন