যুব সমাজকে উদ্বুদ্ধু করতে পানছড়িতে ফুটবল ও ভলিবল খেলা অনুষ্ঠিত

Game Pic--

নিজস্ব প্রতিবেদক, পানছড়ি :

দেশের তৃণমূল পর্যায়ে খেলাধুলা উন্নয়নের মাধ্যমে যুব সমাজকে উদ্বুদ্ধ করে সমাজ থেকে জঙ্গিবাদ নির্মূলের লক্ষ্যে খাগড়াছড়ির পানছড়িতে অনুষ্ঠিত হয়েছে ফুটবল ও ভলিবল প্রতিযোগিতা।

পানছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত খেলায় অংশ নেয় পানছড়ির বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়। দিনের প্রথম খেলা ভলিবল অনুষ্ঠিত হয় বেলা ২টায়। এতে লোগাং উচ্চ বিদ্যালয় ২-০ সেটে পানছড়ি মডেল উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।

বিকাল ৩টায় আয়োজিত ফুটবলে অংশ নেয় পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় ও পূজগাং উচ্চ বিদ্যালয়। খেলায় দলের ফরোয়ার্ড জুয়েল রানার হ্যাট্টিকের সুবাদে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় ৬-০ গোলে জয়লাভ করে।

খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হোসেন ছিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি থানা অফিসার ইনচার্জ মো. আ. জব্বার, ১নং লোগাং ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা, ৩নং পানছড়ি ইউপি চেয়ারম্যান মো. নাজির হোসেন ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহজাহান কবির সাজু।

ফুটবল খেলাটি পরিচালনা করে ক্যাপ্রুচাই মারমা। দুই সহকারী ছিলেন মিন্টু ও ফারুক।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন