যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ফের বিমান হামলা করলো ইসরাইল

10850502_791855114218341_340553017_n
আন্তর্জাতিক ডেস্ক :
৫০ দিনব্যাপী আগ্রাসনের পর যুদ্ধবিরতির মধ্যেই শুক্রবার রাতে আবারও ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে ইসরাইলি বাহিনী বিমান হামলা চালিয়েছে। শনিবার প্রত্যক্ষদর্শী ও সেনাবাহিনী সূত্র একথা জানায়।

ইসরাইলি কর্তৃপক্ষ দাবি করেছে, অধিকৃত গাজার দক্ষিণাংশে হামাসের স্থাপনাকে লক্ষ্য করে একটি বিমান থেকে হামলা চালানো হয়েছে।তার প্রেক্ষিতে এ আক্রমণ চালায় ইসরাইলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, বিমান হামলার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে ইসরাইলে রকেট হামলা চালানোর দায়িত্ব হামাস স্বীকার করেনি। প্রায় চার মাস আগে উভয় পক্ষের মধ্যে যুদ্ধ অবসানের পর থেকে এটি ছিল তৃতীয় হামলার ঘটনা।

উল্লেখ্য, তাদের মধ্যে ৫০ দিনের ওই ভয়াবহ যুদ্ধে দুই হাজার ১৪০ জন ফিলিস্তিনি নাগরিক এবং ৭৩ জন ইসরাইলি নাগরিক নিহত হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন