Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

মোটা টাকা দিয়ে পশ্চিমবঙ্গে ঘাঁটি গাড়ছে রোহিঙ্গারা: রিপোর্ট

পার্বত্যনিউজ ডেস্ক:

মাত্র ২৫ হাজার টাকা দিয়ে ভারতে প্রবেশ করেছে রোহিঙ্গারা৷ সম্প্রতি এমন একটি রিপোর্ট প্রকাশ করেছে জি নিউজ৷ পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে তারা৷

জি নিউজের রিপোর্ট অনুসারে, ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে বেআইনিভাবে অনুপ্রবেশ করেছে রোহিঙ্গারা৷ রফার জন্য তারা ২৫ হাজার টাকা দিয়েছে৷ রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা স্বীকার করেছে ওই টাকার বিনিময়ে মালদা জেলা দিয়ে প্রবেশ করতে পেরেছে তারা৷ যদিও এই তথ্যের সত্যতা যাচাই করেনি কলকাতা 24×7

গত বছর সেপ্টেম্বর মাসে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জাতীয় মানবাধিকার কমিশনের একটি সেমিনারে যোগ দিয়েছিলেন৷ সেখানে তিনি বলেন, রোহিঙ্গারা শরণার্থী নয়, অনুপ্রবেশকারী৷ “রোহিঙ্গারা শরণার্থী নয়৷ তারা সঠিক নিয়ম মেনে ভারতে প্রবেশ করেনি৷ কোনও রোহিঙ্গা আশ্রয়স্থলের কথা বলেনি৷ ওরা অনুপ্রবেশকারী৷” বলেন রাজনাথ৷

ভারতের বিভিন্ন স্থানে বাস করছে রোহিঙ্গারা৷ NHRC সম্প্রতি একটি নোটিশ জারি করেছে৷ সেখানে রোহিঙ্গাদের বিতাড়িত করার কথা বলা হয়েছে৷ ডিসেম্বরে রোহিঙ্গা ও অন্য বেআইনি প্রবেশকারীদের আটকাতে পূর্ব ভারতের পাঁচ রাজ্যে অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছিল৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও অন্যান্য রাজ্যের প্রধানমন্ত্রীদের সঙ্গে এনিয়ে কথাও বলেন তিনি৷

নবান্নে ঘণ্টা দুয়েক আলোচনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আলোচনার ফল ভালো৷ পশ্চিমবঙ্গের মু্খ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন সমস্তরকম দরকারী সাহায্য করা হবে৷ নতুন বর্ডার আউটপোস্ট বসানো হবে৷ যেসব জায়গায় কাঁটাতারের বেড়া নেই, সেখানে কাঁটাতারের বেড়া বসানো হবে৷ জাতীয় সুরক্ষার কথা মাথায় রেখে তিনি বাকি রাজ্যগুলিকেও তাদের ব্যক্তিগত উদ্যোগে এই সমস্যা সমাধানের কথা বলবেন বলে জানিয়েছিলেন৷

তিনি স্বীকার করেছিলেন, ৪ হাজার ৯৬ কিলোমিটার লম্বা বাংলাদেশ বর্ডার পাঁচটি রাজ্যের মধ্যে ছড়িয়ে রয়েছে৷ এর মধ্যে ৩ হাজার ৬ কিলোমিটারে কাঁটাতারের বেড়া, সড়ক, ফ্লাডলাইট ও BOP রয়েছে৷ এখনও ১ হাজার ৯০ কিলোমিটার বর্ডারে কোনও কাজ হয়নি৷ ৬৮৪ কিলোমিটার কাঁটাতার ও পরিকাঠামো দিয়ে বাঁধা হয়েছে৷ কিন্তু ৪০৬ কিলোমিটার অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে৷ সেই জায়গাগুলো ব়্যাডার, ডে-নাইট লাইট ক্যামেরা ও সেন্সরের মতো প্রযুক্তি দিয়ে আটকানো হবে৷ সব জায়গায় বসানো হবে বর্ডার প্রোটেকশন গ্রিড৷ রাজ্য ও কেন্দ্র মিলিতভাবে এই কাজ করবেন বলে জানিয়েছিলেন তিনি৷

 

সূত্র: কলকাতা 24×7

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন