মেরিন ড্রাইভ সড়কের ৪০ কিলোমিটারের অবৈধ স্থাপনা উচ্ছেদ

teknaf pic (a) 29-04-07 (4) copy

টেকনাফ প্রতিনিধি:

টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের দু’পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। শনিবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশে বাহারছড়া শামলাপুর সমুদ্র সৈকত হতে টেকনাফ সাবরাং এক্সক্লুসিভ ট্যুরিজম জোন খুরের মুখ এলাকা পর্যন্ত শতাধিক ঘর-বাড়িসহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন, টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হোসেন ছিদ্দিক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তুষার আহমদ। এসময় সাথে ছিলেন, কক্সবাজার ‌র‌্যাব-৭, টেকনাফ ২বিজিবি, টেকনাফ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

অনুসন্ধানে জানা যায়, আগামী ৬ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেরিন ড্রাইভ সড়ক উদ্বোধন উপলক্ষ্যে এ অভিযান চালানো হচ্ছে।

এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তুষার আহমদ বলেন, একশ্রেণির লোক মেরিন ড্রাইভ সংলগ্ন সমুদ্র সৈকতের ঝাউবাগানের ভেতরে অবৈধভাবে ঘর-বাড়িসহ নানা স্থাপনা তৈরি করে বসতি করে আসছে। পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশে এ অভিযান চালানো হচ্ছে।

তিনি আরও জানান, ইতিপূর্বে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শাপলাপুর এলাকার ঝাউবাগানের ভেতরে সাত হাজারের বেশি অবৈধ ঘর-বাড়ি তৈরি করে বসবাস করা কমপক্ষে ৪০ হাজার রোহিঙ্গাকে উচ্ছেদ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন