মৃত গরুর মাংস বিক্রির দায়ে কসাইকে অর্থদন্ড

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় মৃত গরুর মাংস বিক্রির সময় হাতেনাতে গ্রেপ্তারের পর এক কসাইকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরণের কর্মকান্ডে সম্পৃক্ত হবেন না মর্মে মুচলেকাও দেন ওই কসাই।

সোমবার (১৯মার্চ) সকালে পৌরসভার ভরামুহুরী এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে মৃত গরুর মাংসসহ ওই কসাইকে আটক করে পুলিশ। এর পর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে উপস্থাপন করলে তখন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দোষ স্বীকার করার পর অর্থদন্ড হিসেবে নগদ ৪০ হাজার টাকা আদায় করা হয়।

চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুকান্ত চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভরামুহুরী গ্রামীণ ব্যাংক সেন্টার থেকে মৃত গরুর মাংসসহ আটক করা হয় পৌরসভার করাইয়া ঘোনা গ্রামের মৃত কবির আহমদের ছেলে কসাই মো. রুবেলকে (৩০)।

পরে তাকে নিয়ে যাওয়া হয় ভ্রাম্যমাণ আদালতে। সেখানে দোষ স্বীকার করায় আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কসাই রুবেলকে অর্থদন্ড দেয় এবং নগদ ৪০ হাজার টাকা আদায় করা হয়।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন