Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

মুক্তি পেয়েছে সুপার ওম্যানের চলচ্চিত্র ‘বিজলী’

পার্বত্যনিউজ ডেস্ক:

পহেলা বৈশাখ উপলক্ষে সুপার ওম্যানের চলচ্চিত্র বিজলী্ সারা দেশে একযোগে মুক্তি পেয়েছে। শুক্রবার (১৩এপ্রিল) ছবিটি ৭৯টি পেক্ষাগৃহে মুক্তি পায় ও শনিবার(১৪এপ্রিল) স্টার সিনেপ্লেক্সে ছবিটির প্রিমিয়ার করা হয়।

নায়িকা ববি ও কলকাতার নায়ক রণবীর অভিনিত ছবিটির পরিচালিনা করেন ইফতেখার চৌধুরী ‍।

‘বিজলী’ ছবিতে ইফতেখার চৌধুরী বলেন, ‘আমি একটি সুপার ওম্যানের গল্প নিয়ে ছবিটি নির্মাণ করেছি। সেখানে ববির পাশাপাশি অনেক শক্তিমান অভিনেতা কাজ করেছেন। গল্পের প্রয়োজনে অ্যারেঞ্জমেন্ট দিয়ে ছবিটি নির্মাণ করার চেষ্টা করেছি। যারা প্রিমিয়ারে ছবি দেখে প্রশংসা করেছেন, তাদের ধন্যবাদ। আশা করি সারা দেশের মানুষ ছবিটি পছন্দ করবেন।’

ছবির নায়িকা ববি বলেন, আমরা কয়েকটি দেশে ছবিটির সুটিং করেছি। আমাদের সীমাবদ্ধতা অনেক, আমি চেষ্টা করেছি সল্প সীমবদ্ধতার মধ্যেও দর্শ্কদের ভাল কিছু উপহার দিতে। এই ছবিটি যেহেতু আমি নিজে প্রযোজনা করেছি, তাই আমার দায়িত্ব আরও বেশি। আমি চেষ্টা করেছি বিশ্বমানের একটি ছবি নির্মাণ করতে। আশা করি, আপনারা ছবিটি পছন্দ করবেন।’

ছবির প্রিমিয়ারে এসে নায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, ‘এখন সময় এসেছে বাংলাদেশের ছবি বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার। এই ছবিতে আমি কাজ করেছি, নির্মাণ হওয়ার পর ছবিটি দেখেছি। আমার মনে একটা বিশ্বাস তৈরি হয়েছে যে সত্যি এখন বিশ্বদরবারে তুলে ধরার মতো চলচ্চিত্র হচ্ছে।’

প্রিমিয়ারে ছবি দেখে এসআই ফারুক বলেন, “ছবিতে গ্রাফিকসের কাজ ভালো লেগেছে, কারণ এই মানের গ্রাফিকস আমরা বাংলাদেশের ছবিতে কমই দেখেছি। ছবির গল্প ও মেকিং দেখে আবারও মনে হলো ইফতেখার চৌধুরী অ্যাকশন ছবি ভালো নির্মাণ করেন। আমার নিজেরও দুটি সিনেমা হল আছে, তা বাঁচাতে দরকার ভালো মানের সিনেমা। আশা করি ‘বিজলী’ ছবিটি দর্শক পছন্দ করবে।”

নায়িকা ববি ও নবাগত নায়ক রণবীর ছাড়াও অভিনয় করছেন ইলিয়াস কাঞ্চন, আহমেদ রুবেল, শতাব্দী রায় প্রমুখ।

ছবির চিত্রনাট্য লিখেছেন ভারতের পেলে ভট্টাচার্য। ছবিটি প্রযোজনা করেছে নায়িকা ববির প্রযোজনা প্রতিষ্ঠান ববস্টার ফিল্মস।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন