Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন ফরায়েজিকে কবরে শান্তিতে থাকতে দিন


পেকুয়া প্রতিনিধি:
পেকুয়া উপজেলা আওয়ামীলীগের প্রয়াত সভাপতি বীর মুক্তিযুদ্ধা আ.ক.ম শাহাবুদ্দিন ফরায়েজির আত্মাকে শান্তি দিন। তার লাশ নিয়ে মামলার নামে ব্যবসা বন্ধ করুন। বাংলাদেশ আওয়ামীলীগের জন্য আজীবন নিজেকে উৎসর্গ করে যাওয়া এ মানুষটিকে কবরে শান্তিতে থাকতে দিন। তার মৃত্যুকে কেন্দ্র করে মামলার নামে যে ব্যবসা শুরু করেছেন তা এখনি বন্ধ করুন। তার মৃত্যুকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন নিরীহ মানুষ ও রাজনৈতিক ব্যক্তিত্বকে মামলার আসামি করার নামে টাকা হাতিয়ে নিয়ে কাড়িকাড়ি সম্পদের মালিক বনে গেছেন। সাধারণ মানুষ সবকিছু বুঝেন।

রবিবার (১৬ জুলাই) বিকালে উপজেলার টইটং ইউনিয়নের সোনাইছড়ি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত এক মতবিনিময় সভায় স্থানীয় চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরীকে উদ্দেশ্যে করে এসব কথা বলেন পেকুয়া উপজেলা যুবলীগ সভাপতি ও কক্সবাজার জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম।

এসময় তিনি আরো বলেন, ওই ব্যক্তি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে টইটংয়ে শান্তি বিলুপ্ত হয়েছে। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। মনে রাখবেন আপনি এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আমি ছয় ইউনিয়ন পরিষদের সদস্য। সাধারণ জনগণের সাথে আমি সবসময় আছি। টইটং ইউনিয়নের আর একটি মানুষের সাথেও যদি আর কোন অবিচার হয়, আমি সাধারণ মানুষদের সাথে নিয়ে তা প্রতিহত করবো।

কক্সবাজার জেলা পরিষদের মাধ্যমে বাস্তনায়নের জন্য আয়োজিত পঞ্চম বার্ষিকী পরিকল্পনা ও অগ্রাধিকার তালিকা প্রণয়নের লক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, পেকুয়া উপজেলা আওয়ামীলীগ সাবেক সহ-সভাপতি কামাল হোসেন এম.কম, সহ-সভাপতি শহিদুল্লাহ বিএ, সাংস্কৃতিক সম্পাদক কাজীউল ইনসান, আওয়ামীলীগ নেতা মাশেক, টইটং ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি কবির হোসেন, সভাপতি সরওয়ার কামাল, যুগ্ন সম্পাদক মাষ্টার কামাল হোসেন, আইন সম্পাদক জমির হোসেন, টইটং ইউপির সদস্য আবুল কাশেম প্রমুখ। সভা পরিচালনা করেন টইটং ইউনিয়ন যুবলীগ সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক মো. বাচ্চু মিয়া।

এসময় পেকুয়া উপজেলা যুবলীগ সহ-সভাপতি আলহাজ্ব শফিউল আলম এমইউপি, যুবলীগ নেতা আজগর আলী, জাফর আলম, হারুনুর রশিদ, সাবেক ইউপি সদস্য জলিলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

One Reply to “মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন ফরায়েজিকে কবরে শান্তিতে থাকতে দিন”

  1. মাননীয় জেলা পরিষদ সদস্য যেহেতু মামলার নিরীহ আর নিরাপরাধ ব্যক্তিদের নির্দিষ্ট করতে পেরেছেন সেহেতু মুল অপরাধী কারা তিনি সেটাও নিশ্চয়ই জানেন।
    কাজেই ফরাজী পরিবারের দাবী,
    তিনি অতি দ্রুত ওনার প্রণীত তালিকা প্রকাশ করে নিরাপরাধ ,নিরীহ আর অপরাধীদের মুখোশ পেকুয়া তথা দেশবাসীর কাছে পরিষ্কার করবেন।
    বলাবাহুল্য যে, মাননীয় সদস্য মামলা বাণিজ্যের কথা বলে ফরাজী পরিবারকে যে বিষোধগার করেছেন, তাতে মনে হয় উনি ভুলেই গেছেন যে, মামলা রাষ্ট্রপ্রধান আর দলপ্রধানের নির্দেশে প্রশাসন কর্তৃক নথিভুক্ত করা হয়।কখনোই কারো ইন্ধন বা ইচ্ছায় নয়…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন