Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

মুক্তিযোদ্ধার সন্তানকে নির্যাতনের অভিযোগ করে আ’লীগ নেতার গ্রেফতার দাবী মুক্তিযোদ্ধাদের

06.09.2016_Matiaranga Muktijuddha Bikkhob Misisl NEWS Pic (1)

নিজস্ব প্রতিবেদক:

মুক্তিযোদ্ধার সন্তান মো: নুরুল আলমকে মাদকসহ আটকের ঘটনাকে সাজানো দাবী করে এ ঘটনার মাধ্যমে আওয়ামীলীগ-মুক্তিযোদ্ধাদের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টার সমালোচনা করে মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার চেতনাকে ভুলন্ঠিত করতেই মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো: এমরান হোসেন মুক্তিযোদ্ধা সন্তানকে পরিকল্পিতভাবে মাদকসহ আটক করে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে আরো কঠোর কর্মসূচী ঘোষনার হুঁশিয়ারী উচ্চারণ করেন মুক্তিযোদ্ধারা।

মুক্তিযোদ্ধার সন্তানকে শারিরীকভাবে নির্যাতন ও পুলিশে সোপর্দ করার প্রতিবাদে মঙ্গলবার বিকালে মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে তবলছড়ি চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা উপরোক্ত কথা বলেন।

মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে মাটিরাঙ্গার প্রধান প্রধান সড়ক ঘুরে মাটিরাঙ্গা তবলছড়ি চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মাটিরাঙ্গা পৌর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড‘র সভাপতি মো: আবুল হাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: রইচ উদ্দিন।

মুক্তিযোদ্ধা সন্তান হাসানুল হক‘র সঞ্চালনায় মাটিরাঙ্গা পৌর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড‘র সাধারণ সম্পাদক মো: হানিফ হাওলাদার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জেলা আহবায়ক মো: হারুন মিয়া, মুক্তিযোদ্ধা সন্তান মো: জোবায়ের রহমান, বীর মুক্তিযোদ্ধা মো: মিয়া চান সরকার প্রমূখ বক্তব্য রাখেন।

এ ঘটনাকে সাজানো উল্লেখ করে খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: রইচ উদ্দিন বলেন, কোন আওয়ামীলীগ নেতা একজন মুক্তিযোদ্ধা সন্তানের উপর এমন বর্বরোচিত আচরণ করতে পারেননা। পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এ ঘটনা আওয়ামীলীগ-মুক্তিযোদ্ধাদের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে বক্তারা বলেন, মো: এমরান হোসেন জনপ্রতিনিধির চেয়ারে বসে একজন মুক্তিযোদ্ধার সন্তানকে মাদকের সাজানো ঘটনায় আটক করে শারীরিকভাবে নির্যাতন ও পুলিশে সোপর্দ করে সব বর্বরতাকে হার মানিয়েছে। এ বর্বরতার প্রতিবাদ জানিয়ে তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে কাউন্সিলর মো: এমরান হোসেনসহ সংশ্লিষ্টদের গ্রেফতার দাবী করেন।

প্রসঙ্গত, সোমবার দুপুরের দিকে মুক্তিযোদ্ধা সন্তান মো: নুরুল আলমকে পৌরসভার ১নং ওয়ার্ড থেকে মাদকসহ আটক করে প্রথমে শারিরকি নির্যাতন ও পরে মাটিরাঙ্গা থানা পুলিশে সোপর্দ করেন মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো: এমরান হোসেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন