মিয়ানমার সেনা সদস্যকে ঘুমধুম সীমান্ত দিয়ে হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি:

পোষাক পরিহিত অবস্থায় বাংলাদেশের নাইক্ষ্যংছড়ি সীমান্তের অভ্যান্তরে ঢুকে পড়া মিয়ানমান সেনাবাহিনীর এল আই বি- ২৮৭ ব্যাটালিয়নের সদস্য অংবুবু তুহিনকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিজিবি।

রবিবার (৩ মার্চ) দুপুর ১২টায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম লাল ব্রিজ সীমান্ত পয়েন্ট দিয়ে তাকে ফেরত দেওয়া হয়।

দু’দেশের সীমান্ত রক্ষী ব্যাটালিয়ন পর্যায়ে মধ্যকার সেনা সদস্য ফেরত বিষয়ে আয়োজিত পতাকা বৈঠকে বিজিবির ৯ সদস্যের পক্ষে নেতৃত্ব দেন নাইক্ষ্যংছড়ি ১১বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আসাদুজ্জামান, ৩৪ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ, কক্সবাজার রিজিয়ন দপ্তরের লে, কর্নেল মোস্তাফিজ।

অপরদিকে মিয়ানমারের পক্ষে ১২ সদস্যের নেতৃত্ব দেন- সে দেশের বিজিপির লে. কর্ণেল জ উই লিয়াং।

প্রসঙ্গত, গত ২৪ জানুয়ারি সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন ১১ বিজিবি নিয়ন্ত্রিত ভাল্লুখ খাইয়া বামহাতিরছড়া নিকটবর্তী সীমান্ত পিলার ৪৯ এলাকায় ঢুকে পড়ে মিয়ানমার বিজিপির সৈনিক মংবুবু তুহিন।

জানা গেছে, গত এক বছর পূর্বে কেচিন প্রদেশ থেকে বান্ডুলা ক্যাম্পে সংযুক্ত আসেন মংবুবু। গত ২২ জানুয়ারি বাংলাদেশ সীমান্ত পিলার ৪৯ লেমুছড়ি এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

১১ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল মো. আছাদুজ্জামান জানান, জেনেবা কনভেনশন অনুযায়ী ওই সদস্যকে হস্তান্তর করা হয়েছে। মিয়ানমারের ওই বিজিপি/সেনা সদস্য বাংলাদেশের প্রায় সাড়ে তিন কি. মি. অভ্যান্তরে ঢুকে পড়েছিল। শান্তির্পর্ণ পরিবেশে বৈঠক শেষ হয় বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মিয়ানমার সেনা সদস্যকে ঘুমধুম সীমান্ত দিয়ে হস্তান্তর
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন