মিড ডে মিল বাস্তবায়নের লক্ষে দীঘিনালায় সকল প্রাথমিক বিদ্যালয়ের মাঝে টিফিন বক্স বিতরণ

bty

দীঘিনালা প্রতিনিধি:

মিড ডে মিল বাস্তবায়নের লক্ষে দীঘিনালা উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়েছে।

শিক্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান প্রতিমন্ত্রী বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, বর্তমান সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্যে কাজ করে যাচ্ছে। দেশ স্বাধীনের পর প্রথম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছিল, অার এবারে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একসাথে ২৬ হাজার বেসরকারী প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছে। বর্তমান সরকার একটি ভিশন নিয়ে এগিয়ে যাচ্ছে। অার তা হলো অাগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশে রুপান্তর করা।

এ সময় তিনি আরো বলেন, অাপনারা শিক্ষকদের নিকট মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একটি চাওয়া অাছে। অার তা হলো, অাপনারা বিদ্যালয়ে যথাযথ দায়িত্ব পালন করবেন, অাপনারা শিক্ষকরা যথাযথ দায়িত্ব পালন করলেই অাজকের শিশুরা মেধা সম্পন্ন জাতিতে পরিনত হবে।

মঙ্গলবার (৩১ জুলাই) উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবু নব কমল চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,  জেলা প্রশাসক মোঃ রাশেদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শেখ শহিদুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা  মেহের ইয়াসমিন, দীঘিনালা উপজেলা অাওয়ামীলীগের সভাপতি অালহাজ্ব মোহাম্মদ কাশেম, ২নং বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবু চয়ন বিকাশ চাকমা, বাবুছড়া সোনামিয়া টিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপুলাক্ষ চাকমা প্রমূখ।

এসময় উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্যে  ৬ হাজার ৫ শত টিফিন বক্স বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন