মানিকছড়িতে ৩ দিনব্যাপী রেড চিটাগাং জাতের গাভী ও ষাঁড় পালন প্রশিক্ষণ

মানিকছড়ি প্রতিনিধি:

মানিকছড়ি উপজেলা পরিষদের আয়োজনে উপজেলার আওতায় ক্ষুদ্র ও মাঝারি পরিসরে গাভী ও ষাড় পালনকারী খামারী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের সচেতন করার লক্ষে গত ৭,৮ ও ৯ আগস্ট মানিকছড়ি উপজেলায় রেড চিটাগাং জাতের গাভী ও ষাঁড় পালন এবং রোগবালাই নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা বিষয়ক এক প্রশিক্ষণের আয়োজন করা হয়। ওই প্রশিক্ষণের সহায়তা করেন, উপজেলা পরিচালক ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ

ও জাপান ইন্টান্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)।এ প্রশিক্ষণের সার্বিক তত্ত্বাবধায়ন করেন, উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তর, মানিকছড়ি। তিন দিনব্যাপী এ প্রশিক্ষণের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ম্রাগ্য মারমা,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাহেলা আক্তার| ওই প্রশিক্ষণের সভাপতিত্ব করেন মানিকছড়ি উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. মাহমুদুল হাসান। এ সময় প্রধান অতিথির বক্তব্যে ম্রাগ্য মারমা বলেন, রেড চিটাগাং জাতের গাভী ও ষাঁড় পালন, জাত সংরক্ষন ও রোগবালাই নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের মাধ্যমে অত্র এলাকার জনগণের কারিগরি জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করে আর্থ সামাজিক

উন্নন নিশ্চিত করার মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি করাই এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। তিনি আরও বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে আপনারা আগের মত পশু পালন না করে আগামী দিন গুলোতে বৈজ্ঞানিক উপায়ে পশু পালন করে নিজেকে সাবলম্বি হিসেবে গড়ে তুলবেন এবং দেশ ও জাতীয় অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবেন বলেও তিনি আশা করেন। পরিশেষে তিনি এ প্রশিক্ষণে অংশ গ্রহণকারী ও যারা সার্বিক সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানান।

এ অনুষ্ঠানের সভাপতি ও প্রশিক্ষক ডা. মো. মাহমুদুল হাসান বলেন, তিন ব্যাপী এই প্রশিক্ষণের মধ্যমে রেড চিটাগাং জাতের গাভী ও ষাঁড় পালনে বিভিন্ন দিক তুলে ধরা হয়। যার মধ্যে, রেড চিটাগাং গাভীর পরিচিতি, জাত সংরক্ষণ পরিকল্পনা, রোগবালই দমন, মোটাতাজা করণ,আদর্শ বাসস্থান ও সুষম খাদ্য ব্যবস্থাপনা অন্যতম এবং এ জাতের গাভী ও ষাঁড় পালনের সুবিধাসমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন