মানিকছড়িতে স্কুল-মাদ্রাসায় শীতকালীন খেলাধূলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

মানিকছড়ি  প্রতিনিধি:

৪৭তম জাতীয় স্কুল-মাদ্রাসায় শীতকালীন খেলাধূলায় মানিকছড়ি উপজেলা চ্যাম্পিয়নদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শীতকালীন খেলাধূলা উপলক্ষে উপজেলার মাধ্যমিক স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে গত ২৬ ডিসেম্বর থেকে ৩ দিনব্যাপী অনুষ্ঠিত হয় ৪৭তম জাতীয় স্কুল-মাদ্রাসায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০১৭। ২৮ ডিসেম্বর ক্রীড়ানুষ্ঠান শেষে সরকারি স্কুল মাঠে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ ও আলোচনা সভা।

রাণী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোফাজ্জাল হোসেন এর সভাপতিত্বে এবং সাংবাদিক আবদুল মান্নান এর সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আহ্সান উদ্দীন মুরাদ।

অতিথি ছিলেন, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহজাহান সিরাজ, অফিসার ইনচার্জ মো. মাইন উদ্দীন খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার রেহেনা মোস্তফা, তিনটহরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিউল ইসলাম, মানিকছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব চক্রবর্তী, ডাইনছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রমিজ মিয়া, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংশেপ্রু মারমা, গচ্ছাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, একসত্যাপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন উর রশিদ, ছদুরখীল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্রে মারমা, ক্রীড়া শিক্ষক শ্যামাচরণ রুদ্র, ফাতেমা বেগম, মো. আনোয়ার হোসেন, মো. ওবায়দুল হক, মো. আনোয়ার হোসেন, শহিদুল্লাহ সজীব ও মাধ্যমিক শিক্ষা অফিস সহকারী মো. শহিদুল ইসলামসহ বিভিন্ন স্কুলের সহকারী শিক্ষক ও খেলা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, নিয়মিত খেলাধূলা মানুষকে সুস্থ রাখে। প্রতিযোগিতার পাশাপাশি নিয়মিত প্রতিষ্ঠানে খেলাধূলা অব্যাহত রাখলে পড়ালেখা ও জ্ঞানচর্চায় শিক্ষার্থীরা উপকৃত হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন