মানিকছড়িতে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস পালিত

মানিকছড়ি প্রতিনিধি:

মানিকছড়িতে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল (৮মে) নয়টার সময় উপজেলা পরিষদ এর সামনে থেকে র‌্যালি বের করা হয়।

এতে স্কুল-কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‌্যালিটি উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মার্মা, উপজেলা ভূমি কর্মকর্তা রুবাইয়া আফরোজ, যুব রেড ক্রিসেন্ট মানিকছড়ি ইউনিটের যুব প্রধান সাংবাদিক মিন্টু মারমা, উপ যুব প্রধান ২ আশরাফুল ইসলাম, রক্ত বিভাগীয় উপ-প্রধান সাংবাদিক মো. আকতার হোসেন প্রমুখ।

বিশ্বব্যাপী রেড ক্রস আন্দোলনের ভূমিকাকে গুরুত্ব দিয়েই চলতি বছর ‘বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস’ উদযাপনের প্রতিপাদ্য বিষয় নির্ধারিত হয়েছে ‘সর্বত্র, সবার জন্য’।

উল্লেখ্য, হেনরি ডুনান্ট যুদ্ধে আহতদের সেবার মহানবার্তা নিয়ে ১৮৬৩ সালের এ দিনে রেড ক্রস বা রেড ক্রিসেন্ট নামে সেবামূলক প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। পরবর্তীতে বিশ্বব্যাপী প্রতি বছর ৮ মে রেড ক্রস বা রেড ক্রিসেন্ট দিবস হিসেবে পালিত হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন