মানিকছড়িতে নিরাপত্তাবাহিনীর ফ্রি চিকিৎসা ক্যাম্প

মানিকছড়ি প্রতিনিধি:

মানিকছড়ির প্রত্যন্ত জনপদের হত-দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফ্রি চিকিৎসাসেবা ক্যাম্পে দিনব্যাপী চিকিৎসা সেবা দিয়েছে সিন্দুকছড়ি নিরাপত্তাবাহিনীর চিকিৎসক দল।

শুক্রবার(২৩ ফেব্রুয়ারি) দিনব্যাপী মানিকছড়ি রাজবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোনের আয়োজনে অনুষ্ঠিত ফ্রি চিকিৎসা সেবা কেন্দ্রে উপজেলার তৃণমূলের সাড়ে ৮শতাধিক রোগি চিকিৎসা সেবা নিয়েছে।

ঢাকা  থেকে আগত ১৬জন চিকিৎসক বিভিন্ন জটিল রোগিদের চিকিৎসাসহ পরামর্শ প্রদান করেন। দুপুরের দিকে চিকিৎসা সেবা ক্যাম্প পরিদর্শণে আসেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লে.কর্নেল রুবায়েত মাহমুদ হাসিব পিএসপি,জি।

এছাড়া চিকিৎসা সেবা চলাকালিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নোমান মিয়া, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় ক্যাপ্টেন মো. মাহমুদ ও ফয়সাল উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন