মানিকছড়িতে ট্রান্সফরমার চুরি: অন্ধকারে অর্ধশতাধিক পরিবার

মানিকছড়ি প্রতিনিধি:

মানিকছড়ির আবাসিক বিদ্যুৎ প্রকৌশলীর আওতাধীন গাড়ীটানা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন পিলার থেকে ২৫ কেবিএ ট্রান্সফরমারটি চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ফলে ওই এলাকার অর্ধশতাধিক পরিবার এখন অন্ধকারে।

বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, উপজেলার গাড়ীটানাস্থ নিম্ন মাধ্যমিক স্কুল সংলগ্ন পিলারে অবস্থিত ২৫ কেবিএ ট্রান্সফরমারটি সোমবার রাতের কোন এক সময় দুর্বৃত্তরা চুরি করে নিয়ে গেছে। দীর্ঘ সময় ওই এলাকায় বিদ্যুৎ না থাকায় গ্রাহকরা খোঁজ নিয়ে দেখেন পিলারে ট্রান্সফরমার নেই। পরে তারা বিষয়টি বিদ্যুৎ অফিসে অবহিত করলে বিদ্যুৎ প্রকৌশলী মো. জিয়া উদ্দীনসহ সংশ্লিষ্ট লোকজন সরজমিনে গিয়ে সত্যতা পায়।

বিদ্যুৎ প্রকৌশলী মো. জিয়া উদ্দীন বলেন, এ ব্যাপারে মানিকছড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। অচিরেই ওই এলাকায় বিকল্প ট্রান্সফরমার দেওয়ার ব্যবস্থাসহ উপজেলার অন্যান্য ট্রান্সফরমারগুলোরর প্রতি নজরদারী বৃদ্ধি করতে সকলের সহযোগিতা কামনা করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন