মানিকছড়িতে জননী ডায়াগনস্টিক সেন্টারসহ বিভিন্ন ফার্মেসীকে জরিমানা


মানিকছড়ি প্রতিনিধি: মানিকছড়ি বাজারে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে ৫টি ফার্মেসী ও জননী ডায়াগনস্টিক সেন্টারকে অর্ধলক্ষাধিক টাকা জরিমানা করেছে। ৩ অক্টোবর মঙ্গলবার সকালে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, মানিকছড়ি বাজার ও হাসপাতাল গেইটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মেজিস্ট্রেট মো. আহসান উদদিন মুরাদ। এ সময় তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় ৫টি ফার্মেসীকে ৫ হাজার এবং বাজারস্থ একটি ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

উল্লেখ্য যে, দীর্ঘ দিন মানিকছড়ির হাট-বাজারে স্যানিটেশন কিংবা ভ্রাম্যমাণ আদালতের অভিযান না হওয়ায় মাঝারি ও নিন্মমানের হোটেল গুলোতে নিন্মমানের খাবারের পাশাপাশি যত্রতত্র পরিবেশে রান্না-বান্না হয়ে থাকে। এছাড়া বাসি খাবার, নাস্তা বিক্রি ছিল এখানকার নিত্যচিত্র। আইনের প্রতি বিন্দুমাত্র তোয়াক্কা না করেই হোটেলগুলো পরিচালিত হয়ে আসছিল। এ অভিযানের মধ্য দিয়ে হোটেল মালিকরা সচেতন হবে বলে ভোক্তারা অভিমত ব্যক্ত  করেছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন