মানসম্মত শিক্ষাব্যবস্থা চালু করার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

খাগড়াছড়িতে ‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয়’ শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার সকল বিদ্যালয়ের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে মানসম্মত শিক্ষা ব্যবস্থা চালু করতে সংশ্লিষ্টদের উদ্যোগী হওয়ার আহ্বান জানানো হয়েছে।

সোমবার (১৪ মে) দুপুরে ‘সচেতন নাগরিক কমিটি’ -সনাকের আয়োজনে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদরের ২৫টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতিদের অংশগ্রহণে এই সভা অনুষ্ঠিত হয়।

সনাক খাগড়াছড়ির সভাপতি প্রফেসর ড. সুধীন কুমার চাকমার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ, শিক্ষাবীদ প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ান ও উপজেলা শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন।

বক্তারা শিক্ষা ব্যবস্থার প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা দানে শিক্ষকদের যুগোপযুগী প্রশিক্ষণ, শুন্যপদ পূরণসহ উপযুক্ত পরিবেশ নিশ্চিত করে শিক্ষা মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া, সনাক খাগড়াছড়ি পরিচালিত দু’টি বিদ্যালয়ে শিক্ষার্থী ঝরে পড়ার হার শুন্যের কৌটায় পৌঁছানোকে ইতিবাচক পরির্বতন উল্লেখ করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন