মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুর দাবিতে খাগড়াছড়িতে পিসিপি’র বিক্ষোভ

Pcprallykhagrachari11.02.2016

প্রেস বিজ্ঞপ্তি:

সকল জাতিসত্তার মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুসহ শিক্ষা সংক্রান্ত ৫দফা বাস্তবায়নের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) খাগড়াছড়ি সরকারি কলেজ শাখা।

বৃহস্পতিবার সকাল ১০টায় খাগড়াছড়ি সরকারি কলেজের দক্ষিণ গেইট থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি চেঙ্গী স্কোয়ার ঘুরে কলেজের প্রশাসনিক ভবনের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

পিসিপি’র সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক এলটন চাকমার সঞ্চালনায় ও সহ-সভাপতি তপন চাকমার সভাপতিত্বে সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন প্রগতিশীল মারমা ছাত্র সমাজের খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক মংসাই মারমা ও বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিল এর খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার সভাপতি চাইথোয়াই মারমা প্রমূখ ।

বক্তারা অভিযোগ করে বলেন, বিগত ২০০০ সাল থেকে পাহাড়ি ছাত্র পরিষদ পার্বত্য চট্টগ্রাম ও সমতলে বসবাসরত সকল জাতিসত্তার নিজ নিজ মাতৃভায় প্রাথমিক শিক্ষাসহ ৫দফা দাবিতে সংগ্রাম করে আসছে। এর ধারাবাহিক অংশ হিসেবে ২০০২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক বরাবরে স্মারকলিপি পেশ করা হয় এবং উক্ত দাবির যৌক্তিকতা মেনে নিয়ে প্রধানমন্ত্রী দপ্তর থেকে বাস্তবায়নের আশ্বাস দিয়ে পিসিপি বরাবর বার্তা প্রেরণ করা হয়। কিন্তু দাবি বাস্তবায়নে সরকার কোন পদক্ষেপ নেয়নি। পরে তিন পার্বত্য জেলায় স্কুল-কলেজ ধর্মঘটের কারণে ২০১৩ সালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ৬টি জাতিসত্তার (মারমা, চাকমা, ত্রিপুরা, সান্তাল, মনিপুরী, গারো) মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালু করার ঘোষণা দেন। যা ২০১৫ সাল থেকে বাস্তবায়নের কথা থাকলেও সরকার ও শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনো বাস্তবায়ন করেনি। বক্তারা বলেন, শুধু বাস্তবায়নের আশ্বাস দিলে হবে না, কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে শিক্ষা সংক্রান্ত ৫ দফা দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

উল্লেখ্য, পিসিপি’র শিক্ষা সংক্রান্ত ৫দফা দাবিগুলো হচ্ছে, পার্বত্য চট্টগ্রামে সকল জাতিসত্তার মাতৃভাষার মাধ্যমে প্রাথমিক শিক্ষার অধিকার নিশ্চিত করা, স্কুল-কলেজের পাঠ্যপুস্তকে জাতিসত্তার প্রতি অবমাননাকর বক্তব্য বাদ দেয়া, পাহাড়ি জাতিসত্তার বীরত্বব্যঞ্জক কাহিনী এবং সঠিক সংগ্রামী ইতিহাস স্কুল-কলেজের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা, বাংলাদেশে সকল জাতিসত্তার সংক্ষিপ্ত সঠিক তথ্য সম্বলিত পরিচিতিমূলক রচনা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভূক্ত করা এবং পার্বত্য কোটা বাতিল করে পাহাড়িদের জন্য বিশেষ কোটা চালু করা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন