মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযান উদ্বোধন

চকরিয়া প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদীদল (বিএনপি)’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপি সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযান উদ্বোধন করা হয়েছে।

ওই অনুষ্ঠানের উদ্বোধন করেন কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্জ্ব জামিল ইব্রাহিম চৌধুরী।

তিনি বলেছেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদের হাতকে শক্তিশালী করতে বিএনপিতে সদস্য সংগ্রহ অভিযান জোরদার করতে হবে। তিনি এজন্য মাতামুহুরী সাংগঠনিক উপজেলার আওতাধীন সকল ইউনিয়নে সভা-সমাবেশসহ বিভিন্ন প্রচারণার মাধ্যমে সদস্য সংগ্রহ অভিযান পরিচালনার জন্য আহ্বান জানান।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সদস্য সচিব হেফাজতুর রহমান চৌধুরী টিপু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢেমুশিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নেজাম উদ্দিন চৌধুরী আর্জন মিয়া, বদরখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এম আলী আকবর, বিএমচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাস্টার রোকন উদ্দিন, মাতামুহুরী উপজেলা বিএনপির সদস্য নুরুল আজম ও চেয়ারম্যান নুরুল আলম জিকু, সাহারবিল ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মনির উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরুল আবছার, মোহাম্মদ আলী চৌধুরী, শোয়াইবুল ইসলাম সবুজ, নজরুল ইসলাম, কোনাখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম, বদরখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরুল আমিন, আলী মো. কাজল, পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুর রহিম, আরিফ উল্লাহ, সাহারবিল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম, উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক যথাক্রমে আশরাফুল ইসলাম খিজির, ফখরুদ্দিন, ইমরুল হাসান হান্নান, খাইরুল বশর, মো. মোকাদ্দেছ, উপজেলা শ্রমিকদলের সভাপতি বেলাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক শহিদুল ইসলাম মানিক, যুগ্ম আহ্বায়ক আবু ছালেক এমইউপি, মো. ইদ্রিছসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল ও ছাত্রদলের অংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন