Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে মনোনয়ন ফরম গ্রহণের হিড়িক

26.11

সিনিয়র স্টাফ রিপোর্টার :

খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে নির্বাচনী লড়াইয়ের প্রস্তুতি হিসেবে মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনেই মনোনয়নপত্র গ্রহণের হিড়িক পড়ে গেছে। সকাল থেকেই উপজেলা নির্বাচন অফিসে এ পৌরসভার সম্ভাব্য প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রথম দিনেই এ পৌরসভায় মেয়র পদে ১জন, কাউন্সিলর পদে ৩৫জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৮ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

মেয়র পদে সম্ভাব্য কোন প্রার্থীই মনোনয়ন ফরম সংগ্রহ না করলেও প্রথম ব্যাক্তি হিসেবে মাটিরাঙ্গা বিএনপির সম্ভাব্য প্রার্থী মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারন সম্পাদক মো: বাদশা মিয়া প্রথম মনোনয়ন ফরম সংগ্রহ করে আলোচিত হয়েছেন।

কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: সাইফুল ইসলাম বাবু, বিএনপির নেতা লায়েক জমাদ্দার, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবলীগের সভাপতি মো: এমরান হোসেন, আওয়ামীলীগ নেতা আবদুল কাদের ও আইয়ুব আলী মীরসহ ৫ জন, ২নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ও মাটিরাঙ্গা পৌর বিএনপি‘র সহ-সভাপতি মো: আবু মিয়া ও মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোহাম্মদ আলী, ৩নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে মো: রিয়াজ উদ্দিন এবং স্বতন্ত্র প্রার্থী মো: সাইফুল ইসলাম রানাসহ ২জন, ৪নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ও মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মো: নুরুল ইসলাম, মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোস্তফা, খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো: আলমগীর হোসেন, ৪নংওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো: আবু সাঈদ, ওয়ার্ড আওয়ামলীগ নেতা মো: বাবুল মিয়া ও পৌর যুবদল নেতা মো: জালাল উদ্দিনসহ ৬জন, ৫নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো: রাকিবুল হাসান, পৌর আওয়ামীলীগ নেতা মো: আলী মিয়া ও ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো: সুলতান মিয়াসহ ৩জন, ৬নং ওয়ার্ডে মাটিরাঙ্গা পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: শহীদুল ইসলাম সোহাগ, মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: আমির হোসেন রাকিব, মাটিরাঙ্গা পৌর যুবলীগের দপ্তর সম্পাদক হিমেল চাকমা বাবু, মাটিরাঙ্গা পৌর যুবদলের সংহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হান্নান, মাটিরাঙ্গা পৌর বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক মো: সুরুজ মিয়াসহ ৫জন, ৭নং ওয়ার্ডে মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি বাবুল বণিক, স্বতন্ত্র প্রার্থী রতন বণিক, মো: মনির হোসেন, মাটিরাঙ্গা পৌর বিএনপির সহ-সভাপতি মো: শামছুল হক ও মো: হোসেন মিয়া সহ ৫জন, ৮নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো: নজরুল ইসলাম ভুইয়া, খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সদস্য মো: আলী হাসান নয়ন ও আওয়ামীলীগ নেতা এস কে আলীসহ ৩জন এবং ৯নং ওয়ার্ডে মাটিরাঙ্গা পৌর বিএনপির নেতা মোহাম্মদ উল্ল্যাহ, মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মো: জালাল মজুমদার ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মো: আসাদুজ্জামানসহ ৪জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

সংরক্ষিত কাউন্সিলর পদে ১নং (১,২ ও ৩নং সংরক্ষিত) ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মায়েনা বেগম ও শাহিনুর বেগম, ২নং (৪,৫ ও ৬নং সংরক্ষিত) ওয়ার্ডে আওয়ামীলীগ নেত্রী মাজেদা বেগম, বর্তমান কাউন্সিলর আনেউ চৌধুরী নয়ন, মনোয়ারা বেগম ও বিএনপির সেলিনা মজুমদার এবং ৩নং (৭,৮ ও ৯নং সংরক্ষিত) ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর জয়নব বিবি ও আওয়ামীলীগের মোরশেদা বেগম প্রমুখ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

দলীয় সমর্থন আর দলীয় প্রতীকে অনুষ্ঠিত দেশের প্রথম স্থানীয়র সরকার নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহের প্রথম দিনে মুখরিত হয়ে উঠে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ প্রাঙ্গণ। সকলের মধ্যেই নির্বাচনী যুদ্ধে বিজয়ের প্রত্যাশা যেন দানা বেঁধে উঠেছে।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন