মাটিরাঙ্গায় ৪০ বিজিবির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

11.04.2017_Matiranga 40 BGB Rising Day NEWS Pic

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৪০ বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)‘র ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পলাশপুর জোনে সদরে বিজিবি মাঠে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৪ আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুজ্জামান এনডিসি, পিএসসি।

এ সময় গুইমারা সেক্টর কমান্ডার কর্ণেল জাবেদ সুলতান, বর্ডার গার্ড হাসপাতালের অধিনায়ক লে. কর্নেল  মো. আব্দুল ওহাব, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল কাজী শামশের উদ্দিন পিএসসি-জি, যামিনীপাড়া ২৩ বিজিবি জোন অধিনায়ক লে. কর্ণেল মাহমুদুল হক, রামগড় ৪৩ বিজিবি জোন অধিনায়ক জাহিদ হোসেন পিএসসি, মাটিরাঙ্গা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোন্তাকিম চৌধুরী উপস্থিত ছিলেন।

এর আগে ২৪ আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুজ্জামান এনডিসি, পিএসসিসহ আমন্ত্রিত অতিথিগণ অনুষ্ঠানস্থলে পৌঁছলে তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানান মাটিরাঙ্গার ৪০ বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)’র পলাশপুর জোন অধিনায়ক লে. কর্ণেল মো. খালিদ আহমেদ পিএসসি।

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুজ্জামান পলাশপুর জোন অধিনায়ক লে. কর্ণেল মো. খালিদ আহমেদ অন্যদের সাথে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন। পরে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিগণ পলাশপুর জোন আয়োজিত প্রীতিভোজে অংশগ্রহণ করেন।

বর্ণিল এ অনুষ্ঠানে বেলছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রহমত উল্যাহ, বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল গণি ছাড়াও পলাশপুর জোনের আওতাধীন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, নির্বাচিত জনপ্রতিনিধি, বিভিন্ন মসজিদের ইমাম ও সুশীল সমাজের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন