মাটিরাঙ্গায় মরনোত্তর বীমা দাবির চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানির পক্ষ থেকে মরনোত্তর বীমা দাবির চেক প্রদান করা হয়েছে। শনিবার বিকালের দিকে আমতলী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক অনুষ্ঠানে  মরহুম জহিরুল ইসলামের বীমা নমিনী স্ত্রী লায়লা আক্তারের হাতে ষাট হাজার টাকার চেক তুলে দেন আমতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবদুল গনি।

এসময় আমতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জমির আলি চৌধুরী, সাধারণ সম্পাদক ও ইউপি মেম্বার মো. ইউনুছ মিয়া, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কো. লি. এর জোন প্রধান মো. ইসমাইল হোসেন সবুজ, মাটিরাঙ্গা অফিস ইনচার্জ মো. আলী হোসেন ও মারুফ হোসেন উপস্থিত ছিলেন।

এসময় আমতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবদুল গনি মুত্যু দাবির চেক প্রদানের মধ্য দিয়ে একটি পরিবারকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে উল্লেখ করে প্রাপ্ত টাকা যথাযথ ভাবে ব্যবহারের পরামর্শ প্রদান করেন। তিনি সুন্দর ভবিষ্যতের জন্য সকলকেই বীমা গ্রহণের জন্য আহ্বান জানান।

প্রসঙ্গত, মরহুম জহিরুল ইসলামের বীমা করার পর এক কিস্তি বাবদ পাঁচ হাজার এক শত টাকা জমা করে বছরাধিক কাল আগে গাছ থেকে পরে মারা যান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন