মাটিরাঙ্গায় ব্রাকের দিনব্যাপী বই মেলা বুধবার

Book Fair NEWS pIC copy

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা :

নানা আয়োজনের মধ্য দিয়ে মাটিরাঙ্গায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী বই মেলা। বুধবার সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান বর্ণাঢ্য এ বই মেলার উদ্বোধন করবেন।

‘বই পড়ি, আলোকিত জীবন গড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে ইউএসএইডের অর্থায়নে ইনোভেশন ফর ইমপ্রুভিং আর্লি গ্রেড রিডিং এ্যাক্টিভিটি প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত দিনব্যাপী বই মেলায় মাটিরাঙ্গার চারটি সরকারী প্রাথমিক বিদ্যালয়, বনশ্রী বিদ্যা নিকেতন, স্থানীয় দুইটি লাইব্রেরী, স্থানীয় এনজিও সংস্থা আলো, এনজিও ইপসা, সিসিমপুর ও ব্রাক শিক্ষা কর্মসুচীসহ ১৫টি প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করবে।

ব্রাকের শিক্ষা কর্মসূচীর মাটিরাঙ্গা উপজেলা ব্যবস্থাপক মোহাম্মদ আলাউদ্দিন জানান, বই জ্ঞানের দরজা খুলে দেয়, আলোকিত জীবন গড়তে সহায়তা করে। তাই আগামী প্রজন্মকে বই পড়ার মাধ্যমে আলোকিত জীবন গড়ার পথে উৎসাহী করতেই আমাদের এ উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষা বিষয়ক কর্মসূচী অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ব্রাক, ব্রাক বিশ্ববিদ্যালয়, কনসার্ন ইউনিভার্সেল ও স্থানীয় এনজিও সংস্থা আলো যৌথভাবে এ মেলার আয়োজন করছে। মেলামঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি পঠন, চিত্রাঙ্কন, গল্প লেখা প্রতিযোগিতা থাকবে বলেও আয়োজক প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।

ব্রাকের শিক্ষা কর্মসূচীর পরিচালক ড. মো. শফিকুল ইসলাম, কর্মসূচী ব্যবস্থাপক কবির আহমেদ ও কনসার্ন ইউনিভার্সেলের প্রোগ্রাম কোঅর্ডিনেটর নিশাত সুলতানা উপস্থিত থাকবেন বলেও জানা গেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন