মাটিরাঙ্গায় প্রাথমিক সমাপনীতে মেয়েরা এগিয়ে

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

মাটিরাঙ্গায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। শুধুমাত্র পরীক্ষার ফলাফলে নয়, জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও মেয়েরাই এগিয়ে রয়েছে এ উপজেলায়। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার সদ্য ঘোষিত ফলাফল বিশ্লেষনে এমন তথ্য বেরিয়ে এসেছে। ছেলেদের তুলনায় মেয়েরা প্রায় এক শতাংশ বেশি পাশ করেছে।

মাটিরাঙ্গায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ছেলে পাশ করেছে ৯৫.৮১ শতাংশ আর মেয়েরা পাশ করেছে ৯৬.২৮ শতাংশ। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৭৬জন ক্ষুদে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে যার মধ্যে ৪৪জন মেয়ে।

এ বছর মাটিরাঙ্গায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ১ হাজার ৩‘শ ৬২জন ছাত্র ও ১ হাজার ৬‘শ ৩৮জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে ৫৭জন ছাত্র ও ৬১জন ছাত্রী জীবনের প্রথম পাবলিক পরীক্ষায় অকৃতকার্য হয়েছে।

উপজেলার মধ্যে শতভাগ পাশসহ মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন নিয়ন্ত্রিত মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যানিকেতনের ১১জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ৯জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। মাটিরাঙ্গা পাশের হার ও জিপিএ-৫ পাওয়ার দিক থেকে গেল বছরের মতো এবছরও মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যানিকেতন প্রথম হয়েছে।

বেলা ২টার দিকে স্ব-স্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে ফলাফল তুলে দেয়া কালে ফলাফলে সন্তোষ প্রকাশ করে মাটিরাঙ্গা উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণলাল দেবনাথ বলেন, এ উপজেলায় ঝরে পড়া রোধসহ প্রাথমিক শিক্ষার হার বেড়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন