মাটিরাঙ্গায় প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

19.03.2017_Matiranga IFA News Pic (2)

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ধর্ম মন্ত্রণালয়ের অধীনে জাতীয় যাকাত বোর্ড পরিচালিত ও ইসলামিক মিশনের ব্যবস্থাপনায় তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রোববার বেলা ১১টার দিকে তবলছড়ি ইসলামিক মিশন কার্যালয়ে প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান।

ইসলামিক মিশনের সিনিয়র মেডিকেল অফিসার ডা. খালিদ আল আযমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) কৃষ্ণলাল দেবনাথ ও তবলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবদুল কাদের। এসময় ইসলামিক মিশনের হোমিও চিকিৎসক ডা. মো. আনম বদরুদ্দিন, মেডিকেল অফিসার ডা. মো. আসাদুজ্জামান, তবলছড়ি ইউপি সদস্য মো. আবুল হাশেম ও সেলাই প্রশিক্ষণের প্রশিক্ষক কামরুনন্নাহার  বক্তব্য রাখেন।

প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখার পরামর্শ দিয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান সনদ নিয়ে বাড়িতে ফিরে গেলেই হবেনা। এ প্রশিক্ষণকে কাজে লাগিয়ে নিজের ও পরিবারের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। তবেই দীর্ঘমেয়াদি এ প্রশিক্ষণের স্বার্থকতা আসবে। ইসলামিক মিশনকে এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, কর্মহীন মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে বড় ধরনের ভূমিকা রাখবে সেলাই প্রশিক্ষণ।

পরে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণে অংশ নিয়ে সফলভাবে সেলাই প্রশিক্ষণ সম্পন্ন করায় নির্বাচিত নয় জন প্রশিক্ষণার্থীকে সেলাই মেশিন তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন