মাটিরাঙ্গায় জেল হত্যা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

শোক র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জেলহত্যা দিবস পালন করেছে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামী লীগ। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার সাড়ে ৪টার দিকে দলীয় কার্যালয় থেকে শুরু করা শোক র‌্যালি শেষে দলীয় কার্যালয়ে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পণ করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

পরে দলীয় কার্যালয়ে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. এরশাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি এমএম জাহাঙ্গীর আলম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আলী হোসেন, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আবদুল সালাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম খোন্দকার, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তছলিম উদ্দিন রুবেল প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, আমাদের স্বাধীনতার ইতিহাস থেকেই এ দেশের বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়েছে। যে ষড়যন্ত্রের অংশ হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতাকে প্রাণ দিতে হয়েছে। এখনও সেই চক্রান্ত চলছে। এসব মোকাবেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের প্রতিটি কর্মীকে সোচ্চার হতে হবে। আগামীতে আবারও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন