মাটিরাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

‘জানবে বিশ্ব জানবে দেশ দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। দিবসটি উপলক্ষে শনিবার(১০মার্চ) বেলা ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি মাটিরাঙ্গা পৌর শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়।

র‌্যালি শেষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ। মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজ কুমার শীল‘র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা ও মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে সকাল ১০টার দিকে দিবসটি উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে দুর্যোগ মোকাবেলা করছে সরকার। দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ অনেকদুর এগিয়েছে। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট দুর্যোগ অন্যতম মন্তব্য করে তিনি বলেন, দুর্যোগ মোকাবেলায় আমাদের করনীয় সম্পর্কে সচেতন হওয়া জরুরী।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ।

মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মো. মোহতাসিম বিল্লাহ, মাটিরাঙ্গা উপজেলা সমাজসেবা কর্মকর্তা উৎপল কান্তি দাশ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. খায়রুল হক, মাটিরাঙ্গা উপজেলা সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণলাল দেবনাথ, মাটিরাঙ্গা মডেল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফ উদ্দিন খন্দকার, মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক, বনশ্রী বিদ্যানিকতনের প্রধান শিক্ষক মো. আবু বক্কর ছিদ্দিক ও মাটিরাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন