মাটিরাঙ্গায় চাঁদার দাবীতে ব্যবসায়ীসহ দুই জনকে অপহরণ

Opohoron-1-8 
 
স্টাফ রিপোর্টার, পার্বত্যনিউজ :
খাগড়াছড়ি’র মাটিরাঙ্গা উপজেলাধীন গুইমার থেকে চাঁদার দাবীতে এক কাঠ ব্যবসায়ীসহ দুই জনকে অপহরণ করেছে উপজাতীয় সন্ত্রাসীরা। মঙ্গলবার বিকেল ৪টায় মাটিরাঙ্গা উপজেলাধীন গুইমারা থানা এলাকার বুদুংপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। ঘটনার পর পরই অপহৃতদের উদ্ধারে নামে পুলিশ ও সেনাবাহিনী পুলিশ।
 
স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের নাজিরহাট এলাকা থেকে লোকমান হোসেন নামের এক ব্যবসায়ী একটি চাঁদের গাড়ী (চট্ট মেট্রো ন-১৯৭০) নিয়ে বুদুংপাড়া এলাকায় লাকরী কিনতে আসে। সন্ধ্যায় গাড়ীতে লাকড়ি ভর্তি করে যাওয়ার পথে ৫/৭জন পাহাড়ী সন্ত্রাসী মোটর সাইকেল যোগে এসে গাড়ির চালক মো: আব্বাস আলী (৩০) ও লাকড়ীর ব্যাবসায়ীকে কাজ আছে বলে পাশ্ববর্তী বাইল্যাছড়ি এলাকায় নিয়ে যায়। এরপর থেকেই দুই ব্যক্তি নিখোঁজ রয়েছে। বন্ধ রয়েছে তাদের ব্যবহৃত মোবাইল ফোন।
 
ঘটনার পর পরই আশ-পাশের এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান অব্যহত রয়েছে। গাড়ির হেলপার মো: ফারুক হোসেন (২২) জানায়, উপজাতীয় সন্ত্রাসীরা এর আগে তাদের কাছে চাঁদা দাবী করেছে। সন্ত্রাসীরা চাঁদার টাকা না পেয়ে পাহাড়ী সন্ত্রাসীরা ব্যবসায়ী ও চালককে অপহরণ করেছে বলে ধারনা করা হচ্ছে। তবে কারা তাদের অপহরণ করছে তা নিশ্চিত করে কেউ বলতে পারেনি।
 
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবু ইউসুফ মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অপহৃতদের উদ্ধারে সব ধরণেন চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ ও সেনাবাহিনী।
Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অপহরণ, পাহাড়ী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন